ঢাকার বাংলা একাডেমির একুশে গ্রন্থমেলায় সিলেটের বাসিয়া প্রকাশনীর চারটি গ্রন্থের মোড়ক উন্মেচন করা হয়েছে। গত ২৩ ফেব্র“য়ারি বিকেলে নজরুল মঞ্চে গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন করা হয়।
গীতিকার খালেদ মিয়া রচিত একশটি নদী নিয়ে একশ ছড়ার সুপাঠ্য গ্রন্থ ‘নদীকাব্যে’র মোড়ক উন্মোচন করেছেন এবারে শিশু সাহিত্যে বাংলা একাডেমির পদক প্রাপ্ত শিশু সাহিত্যিক বিশিষ্ট ছড়াকার আসলাম সানী। তিনি বলেন, মফসল থেকে এ রকম দূর্লভ প্রকাশনা আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে এবং কর্তৃপক্ষের উচিত মফস্বলের এ জাতীয় প্রকাশনীকে মেলায় স্টল দেয়ার সুযোগ দিয়ে তাদের প্রকাশনাকে বিশ্বময় ছড়িয়ে দেয়ার। নদীকাব্য বাংলাদেশের একশটি নদী সম্পর্কে আমাদেরকে সমক্ষ ধারণা দিবে।
প্রবাসী কবি ও ছড়া এম মোসাইদ খানের ছড়াগ্রন্থ ‘ভুলের ঘণ্টা’র মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট আবৃত্তিকার ও নাট্যঅভিনেতা ড. শাহাদত হোসেন নিপু। তিনি বলেন, খুব কম কথায় আমাদের দৈনন্দিন জীবনের ভুলগুলো এ গ্রন্থে ফুটে উঠেছে এবং আমাদেরকে সচেতনতার তাগিদ দিচ্ছে।
সুফী শাহ সৈয়দ ইছহাকুর রহমান চিশতীর গানের বই ‘হেদাওয়ে গীতিকা’র মোড়ক উন্মোচন করেন স্বাধীন বাংলাবেতার কেন্দ্রর শিল্পী মনোরঞ্জন ঘোষাল ও খালেদ মিয়ার গবেষণাধর্মী গ্রন্থে ‘মরমী সাধক পীর মোহাম্মদ শাহ ইছকন্দর মিয়া’ এর মোড়ক উন্মোচন করেন জাতীয় গীতিকবি পরিষদের সভাপতি গীতিকার এম আর মনজু।
ছড়াকার টিমুনী খান রুনুর উপস্থাপনায় মোড়ক উন্মোচনে বক্তব্য রাখেন বাসিয়া প্রকাশনীর স্বত্বাধিকারী গীতিকার মোহাম্মদ নওয়াব আলী, কবি আয়াত আলী পাটোয়ারী, ছড়াকার আরিফ নজরুল, কবি রাশিদা আক্তার প্রমুখ।