শ্রীলংকা-পাকিস্তান ওয়ানডে সিরিজ পাকিস্তানকে ৭৭ রানে হারিয়ে ১-১ এ সমতা আনলো শ্রীলংকা

27-04হামবানটোটায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী পাকিস্তানকে ৭৭ রানে হারিয়ে ১-১ সমতা আনলো শ্রীলংকা। জয়ের জন্য ৩১১ রানের টার্গেটে খেলতে নেমে ৪৩ ওভার ৫ বলে ২৩৩ রানে অলআউট হয় পাকিস্তান।
মোহাম্মদ হাফিজ ৬২ আর আহমেদ শেহজাদ করেন ৫৬ রান। এছাড়া অধিনায়ক মিসবা ৩৬ এবং ফাওয়াদ আলমের ব্যাট থেকে আসে ৩০ রান। শ্রীলংকার থিসারা পেরেরা ৩টি এবং মালিঙ্গা, হেরাথ ও প্রসন্ন প্রত্যেকেই দুটি কওে উইকেট পান।

এর আগে মাহিন্দা রাজা পাকসে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলংকা। শুরুতেই ওপেনার দিলশানের উইকেট হারিয়ে চাপে পড়ে লংকানরা। এরপর দলীয় ৫১ রানের মাথায় আউট হন সাঙ্গাকারা।

২৭ রান করে সাজঘরে ফেরেন উপল থারাঙ্গা। চতুর্থ উইকেট জুটিতে মাহেলা জয়াবর্ধনে ও অ্যাঞ্জেলো ম্যাথিউস দলের খাতায় যোগ করেন ১২২ রান। ৬৭ রান কওে আউট হন মাহেলা। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন ম্যাথিউস। ৯৩ রান কওে ওহাব রিয়াজের বলে আউট হন তিনি। শেষ দিকে থিসারা পেরেরার ৩৬ বলে ৬৫ রানের সুবাদে ৫০ ওভার শেষে ৯ উইকেটে ৩১০ রানের চ্যালেঞ্জিং স্কোর কও শে্রীলংকা।

ওহাব রিয়াজ ৪টি এবং মোহাম্মদ হাফিজ পান ৩ উইকেট। ম্যান অব দ্য ম্যাচ হন শ্রীলংকার থিসারা পেরেরা।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ৩০ আগস্ট ডাম্বুলায় অনুষ্ঠিত হবে।

Developed by: