অর্থমন্ত্রী এম.সাইফুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

m-sayfur-rahman-picবাংলাদেশের কিংবদন্তিতুল্য অর্থনীতিবিদ ও বর্ষিয়ান রাজনৈতিক দেশের অর্থনীতির চাকা সচলের উজ্জ্বল নক্ষত্র সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী গত শুক্রবার পালিত হয়েছে। বাংলাদেশের দীর্ঘতম সময়ের এবং সফলতম সাবেক এ অর্থমন্ত্রী ২০০৯ সালের ৫ সেপ্টেম্বও তাঁর প্রিয় জন্ম ভূমি থেকে সড়কপথে ঢাকা আসার পথে ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান রাজনৈতিক জীবনে ১২ বার জাতীয় বাজেট পেশ করে এ উপমহাদেশ তথা গোটা বিশ্বে রেকর্ড সৃষ্টি করার মধ্য দিয়ে  বাংলাদেশের অর্থনীতির ভিত দাঁড় করিয়ে দিয়েছিলেন তিনি। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দরিদ্র দেশের অর্থনীতিকে শক্ত কাঠামোর ওপর দাঁড় করানোর ব্যাপারে তার ভূমিকা ছিল অসামান্য। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বুনিয়াদ গড়ে তোলেন সাইফুর রহমান। বিদেশি সাহায্য ছাড়া যে দেশের উন্নতি হতে পারে, সেই ধারণার উদগাতাও ছিলেন তিনি। বিএনপি কিংবা দেশের সাফল্যের ইতিহাস খুঁজতে গেলে সাইফুর রহমানের নাম উচ্চারণ হবেই। দেশের অর্থনীতিতে এ পর্যন্ত সবচেয়ে বেশি সংস্কার করেছিলেন সাইফুর রহমান। বাংলাদেশের অর্থনীতিতে যে সাফল্য অর্জন হয়েছে, তার অন্যতম রূপকার তিনি। দেশ প্রেমিক সত্যনিষ্ঠ নিরহঙ্কার খোলা মনের বিশাল হৃদয়ের এই ক্ষণজন্মা পুরুষ আমাদের ছেড়ে চলে গেলেও তার সাধনা, কর্ম ও স্বপ্নের মহিমা নিয়ে তিনি বেঁচে আছেন এ দেশের মানুষের মনের মণিকোঠায়। দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ এম সাইফুর রহমান বাংলাদেশের রাজনীতিতে ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। মাতৃভূমির স্বাধীনতা ও জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সব সময় ছিলেন সামনের কাতারে। সাইফুর রহমান একজন কীর্তিমান অর্থমন্ত্রী হিসেবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে যুগান্তকারী অবদান রেখেছেন। তার দক্ষ রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাংলাদেশ আন্তর্জাতিক সুনাম অর্জন করে। তিনি স্বদেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম পথিকৃত। স্বাধীনচেতা স্পষ্টভাষী অটুট মনোবল এবং ঈর্ষণীয় ব্যক্তিত্বের কারণে সাইফুর রহমান ছিলেন সবার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। শহীদ জিয়ার সহকর্মী হিসেবে দেশের দুর্যোগকালীন সময়ে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে সাইফুর রহমান দেশকে শুধু অর্থনৈতিকভাবেই স্বাবলম্বী করেননি বরং স্বদেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রের পথে উত্তরণে এম সাইফুর রহমানের অবদান দেশবাসী ও দল চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। বাংলাদেশের অর্থনীতির দীর্ঘদিনের এই কারিগর ও বিএনপির জন্মলগ্ন থেকে আমৃত্যু দলের অন্যতম নিবেদিত প্রাণ এই নেতার মৃত্যু বার্ষিকীতে মৌলভীবাজারে দল ও পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে মরহুমের কবরস্থানে জেলা বিএনপির সভাপতি ও সাইফুর পুত্র এম নাসের রহমানসহ বিএনপির নেতা-কর্মিরা ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা একে একে পুস্পস্তবক অর্পন করেন। স্বাধীনতার পর থেকে জাতীয় সংসদে সফল ভাবে ১২ বার বাজেট পেশকারী বর্ষিয়ান এ নেতার কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে গ্রামের বাড়ীতে আসেন  সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সহ সিলেট বিএনপি, যুবদল ও ছাত্রদল অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও পরিবার ও দলের উদ্দ্যোগে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া, কোরআন খতম,মিলাদ মাহফিল ও শিরনি বিতরন করা হয়। কেন্দ্রীয় ভাবে ঢাকায় দোয়া মাহফিল, কবর জিয়ারত, আলোচনা সভা, দুস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন ছিল। কেন্দ্রীয়ভাবে ঢাকায় নয়াপল্টনে সকাল ১১টায় মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি এবং পরদিন শনিবার ঢাকার গুলশানে জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। মৌলভীবাজার বাহারমর্দন গ্রামে পারিবারিক কবরস্থানে শায়িত সাইফুর রহমানের মাজারে দল ও পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে  ব্যাপক কর্মসূচি গ্রহণ করে।

Developed by: