ব্রিগেডিয়ার জেনারেল ডা. খাদেমুল ইনসান মোহাম্মদ ইকবাল

B.G.Dr. Ikbalব্রিগেডিয়ার জেনারেল ডা. খাদেমুল ইনসান মোহাম্মদ ইকবাল দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়নের বরইকান্দি সুনামপুর গ্রামে ১৯৫৪ খ্রিস্টাব্দের ২ ফেব্র“য়ারি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা (মরহুম) মোহাম্মদ মকবুল আলী। খাদেমুল ইনসান মোহাম্মদ ইকবাল সিলেট সরকারি পাইলট স্কুল থেকে ১৯৬৯ খ্রিস্টাব্দে ম্যাট্রিক, সিলেট সরকারি কলেজ থেকে ১৯৭২ খ্রিস্টাব্দে ইন্টারমেডিয়েট এবং ১৯৭৮ খ্রিস্টাব্দে সিলেট মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস পাস করেন। তিনি ১৯৮০ খ্রিস্টাব্দে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে সরাসরি ক্যাপটেন হিসেবে কমিশন প্রাপ্ত হন। ১৯৮৩ খ্রিস্টাব্দে মেজর রেঞ্জে পদোন্নতি লাভ করেন। ১৯৯১ খ্রিস্টাব্দে লেফটেন্যান্ট কর্নেল এবং সামরিক চিকিৎসা সার্ভিসের সহকারী মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০০ খ্রিস্টাব্দে কর্নেল হিসেবে পদোন্নতি হয় এবং বাংলাদেশ রাইফেলস এর মেডিকেল সার্ভিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ খ্রিস্টাব্দে বিগ্রেডিয়ার জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। তিনি ২০০৭ খ্রিস্টাব্দে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করেন। ২০০৯ খ্রিস্টাব্দ হতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের পরিচালকের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন। বর্তমানে তিনি অবসর গ্রহণ করছেন। ব্যক্তিগত জীবনে তিনি ৩ কন্যা সন্তানের জনক।

Developed by: