৩১ বছর পর অসি বধ

untitled-10_82933নিজেদের ইতিহাসের প্রথম দেখাতেই শক্তিশালী অস্ট্রেলিয়াকে চমকে দিয়েছিল পুঁচকে জিম্বাবুয়ে। সেটা ১৯৮৩ সালের কথা। তারপর হেরেছে ২৭টি ম্যাচ। গতকাল ৩১ বছর পর আবারও জয়ের সুযোগ পেল জিম্বাবুইয়ানরা। সেই সুযোগ আর নষ্ট হতে দিলেন না অধিনায়ক এলটন চিগুম্বুরা (৬৮ বলে ৫২) ও প্রসপার উতসেয়া (২৮ বলে ৩০)। তাদের দুর্দান্ত দৃঢ়তায় অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে বিশ্ব ক্রিকেটকেই চমকে দিল জিম্বাবুয়ে। পরিণত ক্রিকেট খেলে দীর্ঘ তিন দশক পর জিম্বাবুয়ের এই অসি-বধ হারারে স্পোর্টস গ্রাউন্ডে উপস্থিত স্বাগতিক দর্শক-সমর্থকদের স্বাভাবিকভাবেই আনন্দে ভাসিয়ে দিল। মিচেল স্টার্কের বলে প্রসপার উতসেয়া যখন মিড উইকেটে ছয় মেরে ম্যাচ শেষ করলেন, তখন উভয় ব্যাটসম্যানের মধ্যে তেমন বাঁধভাঙা আনন্দ দেখা গেল না ঠিক। তবে, সতীর্থরা যেভাবে মাঠের কেন্দ্রে দৌড় দিলেন, তাতে এ জয়টা জিম্বাবুয়ের জন্য যে বিশাল অর্থ বহন করে, তা বলাই বাহুল্য। তিন জাতি ওয়ানডে সিরিজে গতকাল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দলে ফিরে আসা নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ক। কিন্তু তিনি ছাড়া টপ অর্ডারে আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারেননি। ফলাফল জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর : ৯ উইকেটে ২০৯ রান। চোট নিয়ে খেলেও অধিনায়ক ক্লার্ক ১০২ বলে ২ চারে দলীয় সর্বোচ্চ ৬৮ রান করেন। সাতে নেমে ৪৯ রান করেন উইকেটকিপার ব্র্যাড হ্যাডিন। দশে নেমে বেন কাটিং ২২ বলে ২৬ রান না করলে অসিদের এই রানও করা হয় না। জিম্বাবুয়ের পক্ষে প্রসপার উতসেয়া, শন উইলিয়ামস ও ডোনাল্ড ত্রিপানো দুটি করে উইকেট নেন। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচের ব্যর্থতারই যেন পুনরাবৃত্তি করতে বসেছিলেন জিম্বাবুয়ের টপঅর্ডার ব্যাটসম্যানরা। উতসেয়ার হ্যাটট্রিকের বদৌলতে প্রোটিয়াদের ২৩১ রানে বেঁধে ফেলেও সেই ম্যাচ ব্যাটসমানদের ব্যর্থতায় স্বাগতিকরা হেরে গিয়েছিল ৭০ রানে। গতকালও ১০৬ রানে ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। ১৪২ রানে ষষ্ঠ উইকেট। এর মধ্যে বলার মতো খেলেছেন শুধু ব্রেন্ডন টেলর (২৬ বলে ৩২ রান)। ১৫৬ রানের মাথায় সপ্তম উইকেট পতনের পর জিম্বাবুয়ের হার যখন সময়ের ব্যাপার, তখনই ঘুরে দাঁড়ান চিগুম্বুরা ও উতসেয়া। অষ্টম উইকেট জুটিতে তারা ৯.৪ ওভারে ৫৫ রান তুলে ১২ বল বাকি থাকতেই দলকে জয়ের বন্দরে পেঁৗছে দেন।
সংক্ষিপ্ত স্কোর : অস্ট্রেলিয়া :২০৯/৯ (৫০ ওভার) ক্লার্ক ৬৮*, হ্যাডিন ৪৯, কাটিং ২৬ ; উইলিয়ামস ২/২১, ত্রিপানো ২/৩৪, উতসেয়া ২/৪৫)। জিম্বাবুয়ে :২১১/৭ (৪৮ ওভার) চিগুম্বুরা ৫২*, উতসেয়া ৩০*, টেইলর ৩২ ; লায়ন ৪/৪৪,স্টার্ক ২/৪১, ম্যাক্সওয়েল ১/৪১। ফলাফল : জিম্বাবুয়ে ৩ উইকেটে জয়ী।

Developed by: