৩ লাখ অভিবাসী নেবে কানাডা

73078আগামী বছর তিন লাখ অভিবাসন প্রত্যাশীকে আশ্রয় দেবে কানাডা। সোমবার দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী জন ম্যাকালাম এ তথ্য জানিয়েছেন।

কানাডা সরকার জানিয়েছে, স্থায়ী বাসিন্দা হিসেবে তিন লাখ অভিবাসন প্রত্যাশীকে অনুমোদন দেওয়া হবে। অভিবাসীদের আশ্রয়ের বিষয়ে এই সংখ্যা নতুন ভিত্তিমূল হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে যেসব অভিবাসন প্রত্যাশীকে আশ্রয় দেওয়া হবে তাদের অধিকাংশই হবে অর্থনৈতিক অভিবাসী। ২০১৬ সালে যে সংখ্যক অভিবাসন প্রত্যাশীর আবেদন মঞ্জুর করা হবে তা অপরিবর্তিত রয়েছে।

অভিবাসন বিষয়ক মন্ত্রী জন ম্যাকালাম সাংবাদিকদের জানিয়েছেন, অভিবাসীদের ভবিষ্যৎ সংখ্যা বৃদ্ধির জন্য তিন লাখ লোককে স্থায়ী বাসিন্দা করার বিষয়টি ভিত্তিমূল হিসেবে কাজ করবে।

তিনি বলেন, ‘ আমি বিশ্বাস করি, ভৌগোলিক কারনে বেশি অভিবাসী গ্রহণ কানাডার জন্য একটি উত্তম নীতি হিসেবে বিবেচিত হবে।’

প্রসঙ্গত, অনেক উন্নত দেশের মতো, কানাডায় প্রবীনদের সংখ্যা বাড়ছে। জন্ম হার কম হওয়ায় দেশটির ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকির মুখে পড়েছে। ৩৮ লাখ ৫৪ হাজার বর্গ মাইলের এ দেশটির জনসংখ্যা মাত্র তিন কোটি ৫০ লাখ।

Developed by: