অমর একুশে গ্রন্থমেলায় ‘মুক্তিযুদ্ধের ছড়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন

0101দেশের নবীন প্রবীণ প্রায় দেড় শত ছড়াকারের ছড়া নিয়ে বাসিয়া প্রকাশনী থেকে
প্রকাশিত ‘মুক্তিযুদ্ধের ছড়া’ গ্রন্থটি এবারের বই মেলায় প্রকাশিত হয়েছে।
ছড়াকার এম আর মনজু ও ছড়াকার মোহাম্মদ নওয়াব আলী সম্পাদিক গ্রন্থটি গত ১৯
ফেব্র“য়ারি বাংলা একাডেমির সোহরাওয়াদী উদ্যানে মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট
কবি কাজী রোজী এমপি। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গ্রন্থের সম্পাদকদ্বয়
ছড়াকার এম আর মনজু ও ছড়াকার মোহাম্মদ নওয়াব আলী, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির
ভিসি অধ্যাপক আব্দুল মান্নান, লেখক ড. শহিদুল ইসলাম শহিদ অ্যাডভোকেট,
ছড়াকার ও গীতিকার এস এ শামীম, ছড়াকার হাবিব আল হাসিব, ছড়াকার এস এম শাহাব
উদ্দিন, কবি ও ছড়াকার গোলাম নবী পান্না, কবি নিপা চৌধুরী, কবি সাইদুর
রহমান সাঈদ, গল্পকার কাজী মোতাহার হোসেন শাহীন, কবি শাহানাজ ইয়াসমিন,
ছড়াকার নিরঞ্জন মনি, কবি রওনক আহমদ এনাম প্রমুখ।

Developed by: