কামালবাজার ইউনিয়নে ব্র্যাকের অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নে ব্র্যাকের অভিবাসনে সুশাসন নিশ্চিতকরণ ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক ইউনিয়ন কর্মশালা গত ৬ ডিসেম্বর হাসিমী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
কামাল বাজার ইউনিয়নের প্রশাসক ও দক্ষিণ সুরমা উপজেলার সমবায় কর্মকর্তা চন্দন দত্তের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা হাসিমী মডেল একাডেমির প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এম এ হাসিম।
ব্র্যাক সিলেটের রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার ম্যানেজার শুভাশীষ দেবনাথের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলী, মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী, কামাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন ও ব্যবসায়ী আবদুল ওয়াহিদ।
অন্যান্যদের মধ্যে কর্মশালায় অংশ নেন প্রবাসী মো. রিয়াজ উদ্দীন, ইউপি সদস্য মো. আব্দুল হাই, ইউপি সদস্য তন্ময় আদিত্য, ইউপি সদস্য সমরেশ মোহন দে, ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, ইউপি সদস্য আতিকুল হক, ইউপি সদস্য মো. আহসান হাবিব চৌধুরী, ইউপি সচিব জান্নাতুল ফেরসৌদ, প্রবাসী শফিকুল ইসলাম, ব্যবসায়ী খলিল আহমদ, আজির উদ্দীন, এনজিও কর্মী রেহানা বেগম, এনজিও কর্মী লিমা বেগম, আবদুল হাসিম, সমাজকর্মী হাসিনা সুলতানা, ব্যবসায়ী আবদুল কাইয়ুম, আখি ভট্টাচার্য, মারুফা বেগম, ব্যবসায়ী লিটন দেবনাথ।
ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার কলি বেগম ও কাউন্সিলর তওহিদুল ইসলাম কর্মশালার সার্বিক সহযোগিতা করেন।

Developed by: