কেমডেন কাউন্সিল ও বৃটিশ লাইব্রেরির বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কবিতাস্বজন এর অংশ গ্রহন

a

২০ ডিসেম্বর ২০১৭ , বৃটিশ লাইব্রেরি ও কেমডেন কাউন্সিলের উদ্যোগে – বৃটিশ লাইব্রেরির নলেজ সেন্টার এ অনুষ্ঠিত মাল্টি ফেইথ জার্নি এবং বাংলাদেশের স্বাধীনতা ও কালচার অনুষ্ঠানে কবিতা পাঠে অংশ নেয় “ কবিতাস্বজন “।
কাউন্সিলর আব্দুল হাই এর প্রাণবন্ত পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন:
Roly Keating – chief Executive British Library.
Rt Hon. Frank Dobson- former member of Parliament for Holborn & st Pancras & former Secretary of State for health.
High Commissioner of Bangladesh His Excellency Mr. Md Nazmul Quaunine.
Andrew Dismore – London Assembly Member for Barnet & Camden সহ অনেক কাউন্সিলর বৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ। অনুষ্ঠানের ফাঁকে বাচ্চারা মাতিয়ে রাখে স্টেজ। সেই সাথে SOAS ইউনিভারসিটির সিলেটি প্রজেক্ট ( সিলেটি নাগরি অক্ষরে, সিলেটি আঞ্চলিক ভাষায় ইংরেজী ট্রান্সেলেট সহ আকর্ষনীয় শিশুতোষ বই )।
কবিতাস্বজনের পক্ষ থেকে স্বরচিত কবিতা বাংলা ও ইংরেজীতে পাঠে অংশ নেন: কবি মো:ইকবাল, ইকবাল বাহার সোহেল, আসমা মতিন,শামীম আহমদ, , এ কে এম আব্দুল্লাহ, কবি এম মোসাইদ খান এর দুই মেয়ে ফাইজা খান ও সায়রা খান।
ছিলেন কবি আতাউর রহমান মিলাদ, কবি এম মোসাইদ খান ও কবি ফাহমিদা ইয়াসমিন প্রমূখ।
b
fasa

Developed by: