বাংলাদেশ ব্যাংকে রক্তদান কর্মস‚চি সম্পন্নসততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনেরমধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান বলেছেন সততা ও নিষ্ঠার সাথে স্ব স্ব দায়িত্ব পালনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া সম্ভব। তিনি বলেন আমাদের সকলকে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে। রক্তদান কর্মস‚চির প্রশংসা করে শোকের মাসে বঙ্গবন্ধুর স্মরণে রক্তদাতাদের এ ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। সোমবার সকালে বাংলাদেশ ব্যাংক কর্মচারী সংঘের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মস‚চির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ তারিকুজ্জামান একথা বলেন। কর্মচারী সংঘের সভাপতি মোঃ নোমান আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায় ও মাকসুদা বেগম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের সেক্রেটারী মোঃ আব্দুর রহমান জামিল, মুজিব -জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ইনচার্জ ডাঃ আবু সালেহ খাঁন। শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ সকল শাহাদাৎ বরণকারীদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। রক্তদান কর্মস‚চির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক মোঃ হারুনুর রশীদ, মোঃ আব্দুল হাছিব, দিদারুল ইসলাম, খালেদ আহমদ, মোঃ আমিনুল ইসলাম, শামীমা নার্গিস, আহমেদ ফজলুল্লাহ, ডাঃ উম্মে কুলসুম, যুগ্ম পরিচালক এটিএম আব্দুল্লাহ, আতিকুর রহমান, জাবেদ আহমদ, মোঃ আশরাফ হোসেন, পরেশ চন্দ্র দেবনাথ, মোজতবা রুম্মান চৌধুরী, সুব্রত তালুকদার, বিপ্লব চন্দ্র দত্ত, ফরিদ আহমদ, জামাল উদ্দিন চৌধুরী, সুভাষ চন্দ্র আচার্য, মোঃ ওয়ারিছ উদ্দিন, হুমায়ুন আহমেদ খান চৌধুরী, সুভেন্দু কুমার দেব, উপপরিচালক মোহাম্মদ আলী আকতার, সমীরণ দাশ, সিন্ধু ভ‚ষণ পাল, তাসবীরা হক, শাহ মোঃ আশরাফ সিদ্দিকী, সতীশ চন্দ্র দাশ, এটিএম হাবিবুল্লাহ, মোঃ মঈন উদ্দিন, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সভাপতি মোঃ সাইফুল আলম, সেক্রেটারী সুব্রত দত্ত, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি বিনয় ভ‚ষণ রায়, সেক্রেটারী আসাদুল হাকিম, সহকারী পরিচালক আল জাহান, রান্টু চন্দ্র দাশ, মোঃ ফখরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও শেষে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আবুল কাশেম। কর্মস‚চি হতে ২৫ব্যাগ রক্ত সংগৃহীত হয়। মুজিব -জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র এ কর্মস‚চিতে সহায়তা করে।

Developed by: