আফলাতুন নেছা-পীরবকস পাঠাগারের পরিচালনা কমিটি গঠন

দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের গুপ্তরগাঁও গ্রামে প্রতিষ্ঠিত আফলাতুন নেছা-পীর বকস্ পাঠাগারের সাধারণ সভা গত ৩ জুলাই শুক্রবার রাত ৮টায় পাঠাগারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মারুফ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন সাধারণ সম্পাদক রহমত আলী খোকন। বিগত দুই বছরের আয়-ব্যায়ের হিসাব প্রদান করেন কোষাধ্যক্ষ সাহিবা আফরিন তাহমিনা।

আলোচনায় অংশ নেন শাহানারা আক্তার, মকসুদ আহমদ বাসিত, সুমা বেগম, শাহেনা বেগম, মরিয়ম বেগম, জুবেল আহমদ, আকরাম হোসেন, সানজিদা শারমিন লাকী, নাবিদ হাসান, তাসনিম বিনতে নওয়াব, নাফিস ইকবাল ও রুহামা আক্তার প্রমুখ।

ব্যাপক আলোচনা শেষে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি মোহাম্মদ নওয়াব আলী, সহসভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক রহমত আলী খোকন, সহসাধারণ সম্পাদক জুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মকসুদ আহমদ বাসিত, কোষাধ্যক্ষ সাবিহা আফরিন তাহমিনা, দপ্তর সম্পাদক মারুফ আহমদ, নির্বাহী সদস্য যথাক্রমে সানজিদা শারমিন লাকী, আবু হাসনাত নয়ন, বিলকিছ বেগম ও নাবিদ হাসান।

পরে আপ্যায়নের মাধ্যমে সভার কার্যক্রম সম্পন্ন করা হয়।

Developed by: