নীল যমুনা।। ফেরদৌস শেরদিল

ফেরদৌস শেরদিল এক সময়ের রাজপথ কাঁপানো নির্ভীক ছাত্রনেতা। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ। বিদেশ বিভুঁইয়ে এসেও অবহেলিত নির্যাতিত নিপীড়িত মানুষ, মা, মাটি, এসব এক মুহূর্তের জন্য তিনি ভুলে থাকতে পারেন নি। সদালাপী বন্ধুবৎসল এই ব্যক্তিটি আপাদমস্তক একজন কবি। তাঁর কবি সত্তা সমাজের কোথাও কোনো অনিয়ম অনাচার দেখলেই গর্জে ওঠে মানবতা, অসাম্প্রদায়িকতার পক্ষে তাঁর ক্ষুরধার লিখনী। রোমান্টিক মনের মানুষ তিনি। তাঁর লেখা কবিতায় প্রেম বিশেষভাবে দৃশ্যমান। ইতোমধ্যে তিনি গণমাধ্যমের বিভিন্ন প্ল−াটফর্মে নিয়মিত লিখে আসছেন দুটি যৌথ কাব্যগ্রন্থেও তাঁর সরব অংশগ্রহণ চোখে পড়ার মতো।
ফেরদৌস শেরদিলের একক কাব্যগ্রন্থ ‘নীল যমুনা’ একুশে বইমেলা-২০২০ এ প্রকাশিত হচ্ছে। আমি গ্রন্থটির ব্যাপক পাঠকপ্রিয়তা আশা করছি।

মোহাম্মদ ইকবাল
নটিংহীল গেইট লন্ডন

Developed by: