আব্দুল্লাহ তারিক বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক, আঞ্চলিক পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের অনিয়মিত কর্মরত শিল্পী সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ বেতার সিলেট আঞ্চলিক কার্যালয়ে তাকে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনিয়মিত কর্মরত শিল্পী সংস্থার সভাপতি মো. আব্দুল হক, সাবেক সভাপতি মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক সুরোজিত দেব তনু, সহসভাপতি মিনতি সিনহা, অলিউর রহমান, দয়ানন্দ দাস, শুক্লা রানী চন্দ্র, সহ-সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, মো. আলী আকবর, রবীন্দ্র কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক মো.মুন্না খান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুছ ছালাম, মো. আব্দুল কাইয়ুম,মো. তাহির মিয়া। প্রচার সম্পাদক মো. সুজন মিয়া, সহ-প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন ভুইয়া মো. সোহেল আহমদ, কোষাধক্ষ আপ্তাব উদ্দিন, সহ-কোষাধক্ষ সালাহ উদ্দিন আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক রেখা আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক- অঞ্জনা রানী দাশ, নৃপেন্দ্র দেব লনু, মো. কুতুব উদ্দিন, মো. মিনু মিয়া, মো. ওয়াসিম, আঞ্জুমান জালালাবাদী, মো. আকরাম আলী, প্রদীপ কুমার মল্লিক, উবায়েদ আহমদ, মুক্তার মিয়া, মো. আল মামুন শাহীন, এম রহমান ফারুক, প্রশান্ত কুমার দাস আনোয়ারা বেগম, গুলবাহার বেগম, সালমা বেগম, প্রমুখ।

উল্লেখ্য, আব্দুল্লাহ মোহাম্মদ তারিক ১৮তম বিসিএস (তথ্য ক্যাডার) বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের অনুষ্ঠান সংগঠক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে সহকারী পরিচালক ও উপ-আঞ্চলিক পরিচালক ও সর্বশেষ আঞ্চলিক পরিচালক পদে পদোন্নতি লাভ করেন।

Developed by: