আফলাতুন নেছা-পীর বকস পাঠাগারের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্ঠা, নিষ্ঠাবান
নীরব সমাজকর্মী হাজী মো. তোয়াব আলীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাল ১৯
ফেব্র“য়ারি শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ
থেকে বাদ জুম্মা মিলাদ মাহফিল ও সিন্নি বিতরণ। বিকাল ৩টায় আফলাতুন
নেছা-পীর বকস পাঠাগারের উদ্যোগে আয়োজন করা হয়েছে স্মারকগ্রন্থের প্রকাশনা
ও খতমে কোরানের দোয়া মাহফিল। উক্ত অনুষ্টানে তার গুণগ্রাহী,
শুভাক্সক্ষাখীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য হাজি মো. তোয়াব আলী মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক মোহাম্মদ
নওয়াব আলী ও বিশিষ্ট ব্যবসায়ী ছোয়াব আলীর বড় ভাই। গত বছরের ২০ ফেব্র“য়ারি
হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সকাল ৬.৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে
তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি এক ছেলে সন্তানের জনক। পরিবারের পক্ষ থেকে
মরহুমের জন্য সকলের কাছে দোয়ার প্রার্থনা করা হয়েছে।