সাবেক প্রধান শিক্ষক মরহুম আলহাজ মতছির আলী সাহেবের মৃত্যুতে নাগরীক শোক সভা ও দোয়া মাহফিল।

এ পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে পরপারে যেতে হবে। মৃত্যু চিরন্তন অবিচল সত্য। তবু ও প্রিয়জনের বিদায় মানুষ কে ব্যথিত করে,শোকসন্তপ্ত করে তেমনি সিলেটের ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মতছির আলী সাহেবের মৃত্যুতে বিদ্যালয়ের শত শত সাবেক ও বর্তমান শিক্ষার্থী শোকাহত, ও মর্মাহত। প্রিয় শিক্ষকের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে, যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে লন্ডনে গত ২১/০২/২০২১ইং রোজ রবিবার এক অনলাইন ভার্চুয়াল শোক সভা অনুষ্ঠিত হয় ।
বিদ্যালয়ের সাবেক ছাত্র যু’ক্তরাজ্যের কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ আনছার উদ্দিনের সভাপতিত্বে, ও বৃটিশ বাংলা কমিউনিটির সুপরিচিত মুখ মো: আবুল ফয়েজের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র মাওলানা হাফেজ মামুন আহমেদ।
উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে ইউরোপ, আমেরিকা সহ বাংলাদেশ থেকে বিদ্যালয়ের ব্যাপক সংখ্যক সাবেক ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করেন ।
শত শত শিক্ষার্থীর আলোকিত জীবন গড়ার পথ প্রদর্শক, অন্ধকারের আলোকবর্তিকা, আদর্শবান শিক্ষক মরহুম আলহাজ মতছির আলী সাহেবের রুহের মাগফেরাত এবং তিনির কর্মময় জীবনের স্মৃতিচারণ করে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে বক্তব্য দেন ও ভার্চুয়াল নগরীক শোক সভা উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্র /ছাত্রী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে, বিশিষ্ট আলেমেদীন, ইসলামি চিন্তাবীদ হযরত মাওঃ আবদুর রহমান মাদানী, কমিউনিটি ব্যক্তিত আলহাজ কবির উদ্দীন, আলহাজ্ব আব্দুল আজিজ, মশাহিদ হোসেইন, মইজুল ইসলাম শাহজান, সৈয়দ হাবিবুর রহমান হিরণ, এম খান মানিক, মুজিবুর রহমান, আজিজুর রহমান করুবান, আবুল কায?েছ, মইনুর রশিদ, সাজ্জাদুর রহমান আজাদ, মনসুর আহমদ, হারুনুর রশিদ (কুয?েত)
ফয?জুর রহমান ফয?েজ, শেখ আবদুর রকিব, আবুল কালাম সরকার ,তহোর আলী, ইকবাল আহমদ, বদরুল আলম, শফিউল আলম শফি(ইস্পেন), জাকির হোসেন জায?গীরদার, আলতাফ আলী, বদরুল আলম জুনা, মহিউদ্দিন পলাশ, মাছুম আহমেদ নেপুর, আমির হোসেন, সাইয?াদ আহমদ সাইদ (আরব আমিরাত), ফয?েজআলী(আমেরিকা), শফিক আহমেদ (ফ্রান্স) সাইদুল ইসলাম (জার্মানি), নুরুদ্দিন মাখন (সৈদিআরব), কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম, সদরুল ইসলাম (ইস্পেন) জেনিফা ইয?াছমিন, সাজনা আক্তার, ইয?াছমিন বেগম, মতিয?া বেগম,শিউলি আক্তার, শাহজান আলী নজরুল ইসলাম (ইস্পেন) প্রমুখ,।
বাংলাদেশ থেকে যোগ দেন ৭নং দয?ামীর ইউনিয?ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন। সাবেক ৭নং দয?ামীর ইউনিয?ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, সুবা মিয?া মাস্টার, সাংবাদিক এম,এ,মতিন, আহমদ আলী, মাহফুজুর রহমান জুয?েল মাস্টার, আলী আকবর মাস্টার, জামাদুল ইসলাম জামাল, ইমাদ উদ্দিন লিলু, সাংবাদিক আবু হানিফ, কামাল হোসেন জায?গীরদার, মাস্টার এমরান আহমদ জাগীরদার , মখলিছুর রহমান, বাবলু মিয?া, মতিন জায?গীরদার, সেবুল আহমদ,ফেরদৌস আহমেদ, সিহাব উদ্দিন, ইসমাইল হোসেন, সহ অর অনেকি।
পরিশেষে , সাবেক প্রধান শিক্ষক মরহুম মতছির আলী সাহেব, এবং বায়ান্ন’র মাতৃভাষা আনন্দোলনের সকল শহীদদের রুহের মাগফেরাত ও বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহ্ তায়ালার দরবারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুর রহমান মাদানী। শোক সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য সভার সভাপতি মোঃ আনছার উদ্দীন স্বদেশ ও প্রবাসের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। (বিজ্ঞপ্তি)

Developed by: