জৈন্তাপুরে ব্যক্তি উদ্যোগে গ্রামের রাস্তা সংস্কার

 জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম ঠাকুরের মাটি কবরস্থান সংলগ্ন মদরিছ মেম্বারের বাড়ি হতে ওয়াহিদ মিয়ার বাড়ি পর্যন্ত ৩শ’ মিটার রাস্তা ইট সলিং করে দিলেন জাহাঙ্গীর আলম। চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি কবরস্থান সংলগ্ন মদরিছ মেম্বারের বাড়ি হতে ওয়াহিদ মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ৩শ’ মিটার রাস্তা অতিবৃষ্টির কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যার ফলে গ্রামবাসী স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা চলাচলে দুর্ভোগ  পোহাতে হচ্ছে। সড়কটির ছবি সংসদ সদস্য, স্থানীয় উপজেলা ও ইউপি চেয়ারম্যান দৃষ্টি আকর্ষণের জন্য সামাজিক  যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এলাকার যুবসমাজ। সড়টির  বেহাল অবস্থার ছবি দেখে মানবতার ফেরিওয়ালা কহাইগড় গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলমের দৃষ্টিগোচর হয়। তিনি পশ্চিম ঠাকুরের মাঠি গ্রামবাসীর সঙ্গে রাস্তাটি সংস্কারের ইচ্ছা প্রকাশ করেন। শনিবার সকাল হতেই মানবতার তাগিদে নিজ অর্থায়নে গ্রামবাসীর চলাচলের ৩শ’ মিটার রাস্তায় ইট সলিং কাজ শুরু করেন জাহাঙ্গীর আলম। পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম সহ গ্রামবাসী জানান, আমরা দীর্ঘদিন হতে কাদার মধ্যদিয়ে যাতায়াত করছি।

কিন্তু রাস্তাটির এমন  বেহাল অবস্থার পরিবর্তন হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে মানবতার ফেরিওয়ালা আজ আমাদের রাস্তাটি ইট সলিং করে দিলেন। তার সহযোগিতায় গ্রামের ২৫/৩০জন মানুষ ইট সলিং কাজে জাহাঙ্গীর আলমের সঙ্গে স্বেচ্ছায় শ্রম দেন। তারা আরও বলেন, ‘জাহাঙ্গীর ভাই এগিয়ে আসায় আমরা স্বেচ্ছাশ্রম দিয়ে উন্নয়ন কাজে সহযোগিতা করছি। এযুগে এমন মহানুভব জাহাঙ্গীর পাওয়া বড় কঠিন। আমরা এই মহান ব্যক্তির সুস্বাস্থ্য কামনা করি।’ জাহাঙ্গীর আলম বলেন, ‘মানুষের চলাচলের এমন কষ্ট দেখে আমার মনে হলো তাদের জন্য একটা কিছু করি। আমার কারণে যদি গ্রামবাসী চলাচলে উপকৃত হয়- এটাই আমার পাওয়া এবং আনন্দের।’

Developed by: