এম আর মনজু ।। বর্ষাকাল

আষাঢ় শ্রাবণ বর্ষাকালে

বৃষ্টি পড়ে তালে

রিনিঝিনি শব্দ করে

ঘরে টিনের চালে।

পুকুর পাড়ে ঘ্যাঙর ঘ্যাঙর

ব্যাঙ ডাকে এই সুরে

ময়ূর নাচে পেখম মেলে

জলা হতে দূরে।

গাছের ডালে ভেঁজা পাখি

কাঁপছে থরোথরো

চুপটি করে বসে থাকে

ভয়ে জড়োসড়ো।

নদী বিলে পানি থইথই

নৌকা বাঁধা ঘাটে

সওদাগরের পশরা নিয়ে

রওনা দেবে হাটে।

এমন দিনে ঘরের বাহির

চায়না যেতে মন

ঘুমের পরি ঘুম দিয়ে যায়

যখন আর তখন।

Developed by: