জান্নাত আরা খান পান্না ।। মুক্তি কবজ

প্রথমে সে একাই ছিল,
একে একে আরও কজন গেল
কিনে নিলো মুক্তি কবজ,
কষ্ট করতে হলো না তাদের,
উপরতলার লোক হয়ে
যাওয়া তো খুবই সহজ।
তখনও তারা মাত্র কজন
তখনও তারা নিন্দনীয়,অস্পৃশ্য
আমাদের বিচারের কাঠগড়ায়
অপরাধী তারা, মানুষ ঠকায়।
ক্রমে বড় হতে থাকল তাদের দল
ভারী হলো পাল্লা তাদের,
সততার বাণীর আবেদন হলো নিস্ফল।
একে একে সকলেই কিনে নিলো
মুক্তি কবজ।
এভাবে উপরে উঠাতো খুবই সহজ।
যারা ছিল বাকি, তারা বলে
আমরাই বা কেন থাকি?
সবাই গেল চলে।
আমিই রইলাম পড়ে
দিন বদলের আশা করে।
সবাই দিল ফাঁকি,
আমিই রইলাম বাকি।
রইলাম আমি একা, ওরা
হাসে আমায় নিয়ে বলে
ওরে বোকা।

Developed by: