মোহাম্মদ ইকবাল ।। বন্ধুত্ব

বন্ধুত্ব হবে জনে জনে
প্রকাশ্যে কিংবা সংগোপনে।
বন্ধুত্ব হবে লোকালয়ে গহিন বনে।
জলে স্থলে অন্তরীক্ষে।
বন্ধুত্ব হবে সরবে নীরবে
চিৎকারে বা মৌনতায়।
বন্ধুত্ব হোক জাতিতে জাতিতে
বন্ধুত্ব হোক সত্তায় সত্তায়।
বন্ধুত্ব হবে নিরেট নিঃস্বার্থতার যৌক্তিকতায়।
বন্ধুত্ব হবে প্রয়োজনে পাশে দাঁড়াবার প্রতিশ্রæতি রক্ষায়।
বন্ধুত্ব হবে আত্মায় আত্মায়।
বন্ধুত্বে কাটুক অমানিশার ঘোর অন্ধকার রাত।
ভোরের সূর্য বন্ধুত্বকে জানাক সুপ্রভাত।

Developed by: