আজ ১০ অক্টোবর বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, ছড়ার রাজা গণমানুষের কবি দিলওয়ারের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও নিবেদিত লেখা পাঠের আসর অনুষ্ঠিত বিকাল ৪:৩০ মি. সময় সিলেটের স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনী কার্যালয়ে। উক্ত আলোচনা সভা ও লেখা পাঠের আসরে উপস্থিতি থাকার জন্য পরিষদের সভাপতি মোহাম্মদ নওয়াব আলী ও সাধারণ সম্পাদক এম আলী হোসাইন অনুরোধ জানিয়েছেন।