বিভাগ: বিনোদন

প্রিয়াঙ্কার ‘মেরি কম’ দেখার সময় হয়নি বোন পরিনিতির

সম্প্রতি মুক্তি পাওয়া প্রিয়াঙ্কা 1410353386চোপড়ার ‘মেরি কম’ মুভিটি দেখার সময় হয়নি বলে জানিয়েছেন তার বোন পরিনিতি চোপড়ার। পরিনিতি বলেছেন, আমি দুঃখিত। ছবিটি দেখার সময় না পাওয়ার জন্য। কাজের জন্য প্রতিদিনই বাসায় ফিরতে দেরি হয়।

এদিকে ‘মেরি কমের’ ব্যবসাটাকে অন্যভাবে দেখছেন এর প্রধান চরিত্রের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বলেছেন, ১০০ কোটি রুপি আয় নিয়ে আমার মাথা ব্যাথা নেই। আমি মনে করি ছবিটি সফল। কারণ নারীও যে কেন্দ্রীয় চরিত্র হতে পারে এটি তার উদাহরণ।

মনরো’র সমকামী সম্পর্ক

1410246917যুক্তরাষ্ট্রের প্রাক্তন জনপ্রিয় অভিনেতা মেরিলিন মনরো বিভিন্ন কারণে আলোচিত সেলিব্রেটি। এবার খবর বেরিয়েছে মনরো সমাকামী সম্পর্কে জড়িত ছিল। নিজের জার্মানি শিক্ষিকার সঙ্গে এ প্রণয় ছিল তার। সম্প্রতি মনরোর প্রকাশিত এক চিঠিতে এ গোপন খবর চাউর হয়। খবর ডেইলি মেইলের।

হট-গার্ল খ্যাত সাবেক বিশ্বকাঁপানো এ অভিনেতার সমকামী সম্পর্কের খবর এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।

লরেন্সের নগ্ন ছবি নিয়ে চিত্রকর্ম

1409995155ফ্লোরিডার সেন্ট পিটারসবার্গে ‘কোরি অ্যালেন কন্টেম্পোরারি আর্ট’ গ্যালারিতে এক প্রদর্শনীর আয়োজন কর‍া হচ্ছে। আর সেখানে থাকবে হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স ও কেট আপ্টনসহ বিভিন্ন জনের নগ্ন ছবি। ৩০ অক্টোবর থেকে সেখানেই মূলত লরেন্স ও কেট আপ্টনের সেই নগ্ন ছবি দেখতে পাবে দর্শক।
লস অ্যাঞ্জেলসের একজন জনপ্রিয় আর্টিস্ট জাভালা তার ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন লরেন্স ও কেটের ছবি দুটি । প্রদর্শনীর উদ্যোগ গ্রহণ করেছে জাভালার ‘ফিয়ার গুগল’ প্রচারণা মাধ্যম।
আগামী ৩০ অক্টোবর শুরু হওয়া এ প্রদর্শনীর মূল বিষয় হলো তারকাদের কিছু গোপন মুহুর্ত যেগুলো বিভিন্ন হ্যাকার অথবা চিত্রসাংবাদিকের মাধ্যমে ফাঁস হয়ে গেছে। আর সেগুলোই ফুটে উঠেছে ক্যানভাসে।
লরেন্স ছাড়াও প্রদর্শনীতে দেখা যাবে ন্যাড়া ব্রিটনি স্পিয়‍ার্সের ছবি ও ‘ফিয়ার গুগল’-এর প্রতীকসহ রাস্তায় ফাঁস হওয়া স্কারলেট জনসনের নগ্ন ছবি।

ক্ষণজন্মা নায়ক সালমান শাহ

1409996248অকাল প্রয়াত জনপ্রিয় নায়ক সালমান শাহের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। তার জন্মও এ মাসেই। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে নানাবাড়িতে জন্মেছিলেন তিনি।
চলচ্চিত্র ক্যারিয়ার মাত্র চার বছরের। ঢাকাই সিনেমার মোড় ঘুরিয়ে দেয়া এই ক্ষণজন্মা নায়ককে আজও মনে রেখেছেন দর্শক। দেশের চলচ্চিত্রে নতুন একটি ধারার সূচনা হয়েছিল তার হাত ধরেই। ছবিতে তিনি থাকা মানেই ছিল নিশ্চিত সাফল্য। ছবির ব্যবসায়িক সাফল্য আর জনপ্রিয়তা দুটিই সমান তালে এগিয়ে নিয়ে গেছেন তিনি।
কমর উদ্দিন চৌধুরী ও নীলা চৌধুরীর বড় ছেলে ছিলেন তিনি। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। রূপালি পর্দায় তিনি সালমান শাহ নামে পরিচিত হন।
খুলনা কেটেছে স্কুলজীবন। এসএসসি পাশ করেন ঢাকার আরব মিশন স্কুল থেকে। আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং ড. মালেকা সায়েন্স ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন করেন। ১৯৯২ সালে মাত্র ২২ বছর বয়সে তিনি বিয়ে করেন বার্মিজ মেয়ে বিউটি পার্লার ব্যবসায়ী সামিরাকে।
মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক ‘পাথর সময়’-এ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে সালমান শাহ-এর অভিনয় জীবন শুরু হয়। সে সময় ইমন নামে অভিনয় করেছিলেন তিনি। ওই নাটকের কেন্দ্রীয় চরিত্রে তৌকির আহমেদ অভিনয় করলেও ইমনের চরিত্রটি গুরুত্বপূর্ণ ছিল। হানিফ সংকেতের উপস্থাপনায় একটি ম্যাগাজিন অনুষ্ঠানে গানের মডেল হন ইমন। কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেন।
১৯৯৩ সালে সালমান শাহ নামে আবির্ভূত হন রূপালী পর্দায়। প্রথম ছবি ছিল সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’। আমির খান ও জুহি চাওলা অভিনীত সুপারহিট হিন্দি সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তক’-এর রিমেক ছিল সেটি। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সালমান শাহ ও মৌসুমীর। প্রথম আর্বিভাবেই বাজিমাত করেন সালমান। দর্শকরা এই সুদর্শন ও স্মার্ট তরুণকে তাদের হৃদয়ের সিংহাসনে ঠাঁই দেয়। মাত্র ২৫ বছর বয়সেই ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন।

নগ্ন ছবি ফাঁস হওয়ায় খেপেছেন তারকারা

1409754444অনলাইনে নগ্ন ছবি ফাঁস হওয়া ক্ষুব্ধ হয়েছেন হলিউডের ভুক্তভোগী নারী তারকার। এ ঘটনার জন্য তারা আইক্লাউডকেই দায়ি করেছেন। তবে অ্যাপল দাবি করেছে, তাদের নিরাপত্তাজনিত কারণে এই অ্যাকাউন্টগুলো হ্যাক হয়নি। ঘটনাটি কিভাবে ঘটলো তা খতিয়ে দেখছে বলে জানিয়ে তারা।
সোমবার আইক্লাউড অ্যাকাউন্ট হ্যাক করে শতধিক তারকার নগ্ন ছবি সরিয়েছে বলে দাবি করেছে হ্যাকাররা। তারা এ পর্যন্ত বেশ কয়েকজন তারকার নগ্ন ছবি অনলাইনে ছড়িয়ে দিয়েছে। এই তালিকায় আছেন—জেনিফার লরেন্স, কেইট আপটন, মেরি উইনস্টেড, কিম কারদাশিয়ান, আরিয়ানা গ্র্যান্ডে, ভিক্টোরিয়া জাস্টিস, কারস্টেন ডানস্টসহ অনেকেই।
এ বিষয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রীতিমত ঝড় উঠেছে। ছবিগুলো আসল না নকল, সেটা নিয়েও বিতর্ক চলছে। ফাঁস হওয়া ছবিগুলো যে তাদেরই, সেটা স্বীকার করে নিয়েছেন কেইট আপটন, কিম কারদাশিয়ান, মেরি উইনস্টেড। অন্যদিকে অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে এবং ভিক্টোরিয়া জাস্টিস বলেছেন অনলাইনে আসা ছবিগুলো তাদের নয়।

মধুচন্দ্রিমায় যাচ্ছেন সারিকা

c75ce881580dfee51f0f60e3aad4f113বর মাহিম করিমের (ডানে) সঙ্গে সারিকাঢাকায় ম্যাজিস্ট্রেটের আদালতে গিয়ে গত মাসের ১২ তারিখে বিয়ে-সংক্রান্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন আলোচিত মডেল ও অভিনেত্রী সারিকা। বিয়ের পরই তিনি জানিয়েছিলেন শিগগিরই মধুচন্দ্রিমায় যাবেন। তবে তখন পর্যন্ত কোথায় যাবেন, তা ঠিক করতে পারেননি। অবশেষে মধুচন্দ্রিমার জায়গা চূড়ান্ত করে ফেলেছেন সারিকা ও তাঁর বর মাহিম করিম। চলতি মাসের মাঝামাঝি সময়ে মালয়েশিয়া যাচ্ছে এই দম্পতি।সারিকা
সারিকা বলেন, ‘মধুচন্দ্রিমার জন্য প্রথমে মালদ্বীপ যাওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু গরমের কারণে শেষ পর্যন্ত সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিই। পরে দুজন মিলে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিই। কারণ, মালয়েশিয়া আমাদের দুজনেরই খুব পছন্দের। এর আগে কয়েকবার সেখানে গিয়েছি। যতবারই গিয়েছি, ততবারই মুগ্ধতা নিয়ে ফিরেছি। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে মধুচন্দ্রিমায় যাচ্ছি। সেখানে বেশ কয়েকটা দিন নিজেদের মতো করে কাটিয়ে আসতে চাই। মাহিমকে নিয়ে একান্তে চমত্কার কিছু সময় কাটাতে চাই, যা আমাদের পরবর্তী জীবনে মধুর স্মৃতি হয়ে থাকবে।’
সারিকার বর মাহিম করিম পেশায় একজন ব্যবসায়ী। বরের সঙ্গে সারিকা এখন আছেন উত্তরা ৪ নম্বর সেক্টরে তাঁর শ্বশুরবাড়িতে।

বিন্দুর বিয়ের ঘোষণা

1409150825মডেল অভিনেত্রী রুহির বিয়ের খবরের পরপরই অভিনেত্রী বিন্দু নিজের বিয়ের ঘোষণা দেন তার ফেসবুকে। তার প্রেমিকের ছবি সম্বলিত একটি ছবি পোস্ট করে জানান যে, নিজের পছন্দের মানুষটিকে তিনি খুঁজে পেয়েছেন।
এদিকে নিজের বিয়ের প্রস্তুতির জন্য অভিনয়ের ব্যস্ততাও কমিয়ে দিয়েছেন বিন্দু। পাত্র একজন গার্মেন্টস ব্যবসায়ী। তবে নিজেদের ছবি পোস্ট করার পরদিনই আবার সেই পোস্ট মুছে দেন তিনি। নিজের বিয়ে প্রসঙ্গে বিন্দু বিনোদন প্রতিদিনকে বলেন, ‘আমি আগেও বলেছি বিয়ের কোনো ঘটনায় কখনো লুকোচুরি করব না। তাই করিনি। সবাইকে জানিয়েই সবার আশীর্বাদ নিয়েই নতুন জীবন শুরু করতে চাই।’
উল্লেখ্য, এর আগে দীর্ঘদিনের প্রেমসূত্রে অভিনেতা আরেফিন শুভর সাথে তার বিয়ের কথাও চাউর হয়েছিল।

আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন যেসব জনপ্রিয় নারী তারকারা

21-3আত্মহত্যার প্রবণতা যেন দিন দিন বেড়েই চলছে। মিতা নূর, মম, রবিন উইলিয়ামসের পর এবার ন্যান্সির আত্মহত্যার খবরে মুখরিত পুরো দেশ। আর এই ঘটনাটি নতুন কিছু নয়। আলোয় ঝিলমিল বিনোদন জগতের আর একটি দিক যে রয়েছে তা আমরা ভুলে যাই প্রতিনিয়ত। তবে চলুন একঝলক দেখে নেই হলিউড,বলিউড এবং ঢালিউদের তারকাদের সেই তালিকা,যাদের গভীর কষ্ট ও বিষণ্ণতা ঠেলে দিয়েছে আত্মহননের পথে।

বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সিও বেছে নিয়েছেন এই পথ। স্বামী ময়মনসিংহ পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে মান-অভিমান অন্যতম। অভিমানের সূত্র ধরেই আত্মঘাতী এ সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তিনি।

স্বামীর সঙ্গে দ্বন্দ্বের জের ধরে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ন্যান্সি। তবে এই অভিনেত্রীও ব্যর্থ হন। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

স্বামী ডেভিড জাস্টিসের সাথে বিচ্ছেদের পর অস্কার জয়ী এই তারকা যাকে কিনা হলিউডের নারী শক্তির অন্যতম উদাহরণ মনে করা হয়, সেই হ্যালি বেরি আত্মহত্যার চেষ্টা করেন। তবে সেই চেষ্টায় ব্যর্থ হওয়ার পর তিনি সিদ্ধান্ত নেন জীবনে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না।

হাজারো পুরুষের হৃদয়ের রানী সুন্দরের প্রতীক অপ্সরা প্রিন্সেস ডায়নার বায়োগ্রাফি,যা ১৯৯২ সালে প্রকাশ পায়, সেখানে উল্লেখ রয়েছে ডায়না তার ছোট জীবনে না হলেও কমপক্ষে ৫ বার আত্মহত্যার চেষ্টা করেন।

বাংলাদেশের জনপ্রিয় তারকা এবং প্রিয়দর্শিনী অভিনেত্রী জাকিয়া বারি মম রয়েছেন এই তালিকায়।প্রেম করেই নির্মাতা এজাজা মুন্নাকে বিয়ে করেছিলেন মম। কিন্তু তার সাথেও বেশ কয়েক মাস যাবৎ তার সম্পর্ক ঠিক নেই। আর নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে তার সর্ম্পকের বিষয়টা মিডিয়ার অনেকেরই জানা। কেউ কেউ বলছেন এজাজ মুন্না ও মমর ডিভোর্স হয়েছে এরই মাঝে। তবে কোন এক অজানা কারণেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। ৩ সেপ্টেম্বর তার আত্মহত্যার খবরে পুরো মিডিয়া মহলে আলোচনায় চলে আসেন এই তারকা। তবে পরবর্তীতে এই আত্মহত্যাকে ডেঙ্গুজ্বরের নাম দেয়ার চেষ্টা করলেও এখনো পুরোপুরি অস্পস্ট মম কি আদৌ আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন কিনা।

অ্যামেরিকান পপ তারকা ব্রিটনি স্পিয়ারসও বিবাহ বিচ্ছেদ মেনে নিতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন। এক দশক ধরে পপ সঙ্গীতের রাজ্য যার হাতের মুঠোয় সেই সঙ্গীতশিল্পী স্বামীর সাথে বিচ্ছেদের কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করলেও ব্যর্থ হন।

তবে বাদ পড়বেন মিতা নূর! অন্যান্য তারকারা আত্মহত্যার চেষ্টা করলেও ব্যর্থ হন কিন্তু এই অভিনেত্রীর এই চেষ্টাটি সফল হয়েছিল। রাজধানীর গুলশানে নিজের ফ্ল্যাট থেকে অভিনেত্রী মিতা নূরের ঝুলন্ত লাশ উদ্ধার করে গুলশান থানা পুলিশ। ড্রইং রুমে সিলিং ফ্যানের সঙ্গে এই অভিনেত্রীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। তার গলায় ওড়না প্যাঁচানো ছিল।

 

বলিউডের সবচেয়ে বহুল আলোচিত ২৫ বছর বয়সী তারকা জিয়া খান আত্মহত্যা করেন। মুম্বাইয়ের জুহু বিচে তার নিজ বাসভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। জিয়া খানের মা রাত ১১টার দিকে তার মরদেহ প্রথম দেখতে পান। আত্মহত্যার কারণ হিসেবে তিনি কোনোকিছু লিখে যাননি। পরবর্তীতে এই আত্মহত্যাকে খুনের নাম দেয়া হলেও এখন পর্যন্ত মামলাধীন রয়েছেন।

দুইবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ

4-7এবারের ঈদে ছোট-বড় দুই পর্দাতেই নজর কেড়েছেন দুইবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ। ঈদে তার অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছে। মোহাম্মদ হোসেন পরিচালিত ‘আই ডোন্ট কেয়ার’ নামের এ ছবিতে নিপুণের চরিত্রানুযায়ী পরিমিত অভিনয় আর নাচ-গানে গ্ল্যামারাস উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। ছবির আরেক নায়িকা ববির খোলামেলা এবং অভিব্যক্তিহীন অভিনয়ের পাশে নিপুণ ছিলেন নামের মতোই নিপুণ। পাশাপাশি […]

ঢাকায় আসছেন শাকিরা

এর আগে জাতিসংঘের শরণার্থী বিষয়ক দূত হিসেবে সিডর দুর্গতদের পরিদর্শন করতে বাংলাদেশে এসেছিলেন শাকিরা। এবার গানে গানে বাংলাদেশ মাতাতে আসছেন কলম্বিয়ান এই পপতারকা। তার আগেই ঢাকায় আসবে বিখ্যাত ব্যান্ড স্করপিয়ন্স শাকিরা ও স্করপিয়ন্সকে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করেছে অন্তর শোবিজ লিমিটেড। এ প্রসঙ্গে স্বপন চৌধুরী বলেন, ‘শাকিরার মতো বিখ্যাত তারকাকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করতে হলে ব্যাপক প্রস্তুতি দরকার। আমরা তাকে নিয়ে আসবো এটা নিশ্চিত। শাকিরাকে ঘিরে এ দেশের ইতিহাসে সবচেয়ে একটি বড় অনুষ্ঠান আয়োজন করতে চাই আমরা। তবে কবে, কখন, কোথায় কনসার্টটি হবে সে ব্যাপারে এখনও বলার সময় আসেনি।’

জানা গেছে, এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে শাকিরার বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০১০ বিশ্বকাপ ফুটবলে ‘ওয়াকা ওয়াকা’ আর এ বছর ব্র্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের সমাপনীতে ‘লা লা লা’ গানটি গেয়ে গোটা দুনিয়া আলোড়ন তুলেছেন শাকিরা। ৩৭ বছর বয়সী

Developed by: