বিভাগ: সংগঠন সংবাদ

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসর অনুষ্ঠিত

22119224_1321247897997279_1322169316_n২৯ সেপ্টেম্বর বিকেলে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসর সিলেটের স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিতে ও সাধারণ সম্পাদক কবি দেওয়ান মতিউর রহমান খানের পরিচালনায় লেখাপাঠ ও আলোচনায় অংশ নেন গীতিকবি হরিপদ চন্দ, ছড়াকার সৈয়দ আছলাম হোসেন, কবি কামাল আহমদ, কবি শাহ ফারজানা আহমেদ, কবি শাকেলী বেগম, কবি আবদুস সামাদ, কবি সুব্রত দাশ, এম ইসলাম মতিন ও মো. কালা মিয়া।

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসর অনুষ্ঠিত

A-01A-03A-02৮ সেপ্টেম্বর বিকেলে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসর সিলেটের স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিতে ও নির্বাহী সদস্য কবি মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় লেখাপাঠ ও আলোচনায় অংশ নেন কবি ও সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, ছড়াকার ও সাংবাদিক তাজুল ইসলাম বাঙালি, কবি কামাল আহমেদ, ইঞ্জিনিয়ার আবদুর রহিম, গীতিকবি হরিপদ চন্দ, গীতিকার রহমত আলী, কবি এইচ এম আরশ আলী, কবি সৈয়দ মুক্তদা হামিদ, কবি বিভাংশু গুণ বিভু ও ও মো. রেদওয়ান হোসেন প্রমুখ।

পূর্ব স্টেশন ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতির সদস্য আশরাফুল আলমের হজযাত্রা উপলক্ষে দোয়া মাহফিল

21076511_1947333925486942_1619087376_nপূর্ব স্টেশন রোড ব্যবসায়ী সমিতির উদ্যোগে সংগঠনের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী স্টেশন রোডস্থ কামাল ফার্মা কোং এর স্বত্বাধিকারী আশরাফুল আলমের হজ্ব যাত্রা উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। ব্যবসায়ী সমিতির সভাপতি জিতু মিয়ার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আজিজুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. ছোয়াব আলী, কোষাধ্যক্ষ শ্যামল চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সদস্য ছোয়েব মিয়া, সদস্য মুন্না মিয়া, জয়নুল মিয়া প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আশিকুর রহিম মুমিন। পরে শিরনী বিতরণ করা হয়।

বেতার বাংলা শ্রোতা ফোরামের নতুন কমিটি ঘোষনা

b

গত ৮ই আগষ্ট মঙ্গলবার বিকাল ৭ঘটিকায় বেতারা বাংলার অফিসে
বেতার বাংলা শ্রোতা ফোরামের এডহক কমিটির এক সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বেতার বাংলার সিইও জনাব নাজিম চৌধুরী । সভায় এডহক কমিটির সকল সদস্যর উপস্থিতে জনাব নাজিম চৌধুরী আগামী এক বছরের জন্য বেতার বাংলা শ্রোতা ফোরামের কার্য পরিচলানা কমিটির নাম ঘোষনা করেন। নতুন কমিটিতের দায়িত্ব প্রাপ্তরা হলেন,
সভাপতি: মোহাম্মদ আবুল কালাম
সহসভাপতি: পারভেজ আহমদ, আবু তারেক চৌধুরী সাজু, বদরুল ইসলাম, কাজী বাবর আহমদ, ফখরুল হক লুকু
সাধারন সম্পাদক: কবির আহমদ,
সহসাধারন সম্পাদক: মকবুল হোসেন,তাজভীর চৌধুরী শিমুল, শেখ সামসুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক: জয়নাল আবদীন খান,
সহসাংগঠনিক সম্পাদক: আব্দুছ সত্তার ইমন
কোষাধক্ষ্য: হেলাল আহমদ
সহকোষাধক্ষ্য: সামসুল আলম
জনসংযোগ সম্পাদিকা: রুবি হক
মহিলা সম্পাদিকা: মাহমুদা খানম মনি
সাংস্কৃতি সম্পাদক: তপু শেখ
সহসাংস্কৃতি সম্পাদিকা: লোভা চৌধুরী
সাহিত্য সম্পাদক: এম মোসাইদ খান
সহসাহিত্য সম্পাদক: রুহুল ইসলাম
ধর্মসম্পাদক: আব্দুল ছালাম
সহধর্মসম্পাদক: রেজাউল করিম মানিক
প্রচার ও প্রকাশনা সম্পাদক: এ কে এম আব্দুল্লাহ
সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক: ফখরুল ইসলাম
সদস্য সম্পাদক: বেলাল আহমদ
দফতর সম্পাদক: ছায়া আক্তার রেখা
তহবিল সম্পাদক: আবুল ফয়েজ
জনকল্যান সম্পাদাক: ছহুল মুনিম
শিক্ষা সম্পাদক: শাহ নুরুল আমিন
মানবাধিকার সম্পাদক: আব্দুল হান্নান
আইন বিষয়ক সম্পাদক: মজিবুল হক মনি
ক্রিড়া সম্পাদক: আবুল কাহার ছালাম
সহক্রিড়া সম্পাদক: মাসুক মিয়া তালুকদার

নির্বহী সদস্য:
মোহাম্মদ জিয়ার আহমদ,আবিদ হোসেন অপু, মুহিবুর রহমান চৌধুরী, আব্দুল হালিম চৌধূরী, মিনহাজুর রহমান, মোহাম্মদ ইকবাল, আতাউর রহমান আতা, আবুল হাসনাত ( সোনা বন্ধু ), আবুল কালাম, আলাউর রহমান খান শাহীন, বাবুল আলী, আফছার খান সাদেক, অঞ্জনা আলম, জুয়েল চৌধুরী, আহাদ আলী, কাজল রশীদ, মুস্তাক আহমদ।

এডফ কমিটির উপস্থিত সবাই জনাব নাজিম চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং শ্রোতা ফোরামের নতুন কমিটির র্সাবিক সাফল্য কামনা করেন।

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুকে নিবেদিত লেখাপাঠ ও আলোচনা ১১ আগস্ট শুক্রবার

004দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে আগামী ১১ আগস্ট শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সিলেটের দক্ষিণ সুরমার স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনী কার্যালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে লেখাপাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিবেদিত লেখা নিয়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন পরিষদের সভাপতি মোহাম্মদ নওয়াব আলী ও সাধারণ সম্পাদক দেওয়ান মতিউর রহমান খান।

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের পাক্ষিক আড্ডা অনুষ্ঠিত

03দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের পাকি সাহিত্য আড্ডা গত ১০ মার্চ শুক্রবার
বিকালে স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনীতে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি
মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিতে ও
সাধারণ সম্পাদক কবি দেওয়ান মতিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায়
আলোচনা ও লেখা পাঠে অংশ নেন গীতিকবি হরিপদ চন্দ, গল্পকার রেনুফা রাখী,
কবি মোহাম্মদ নুরুল ইসলাম, ছড়াকার সুব্রত দাশ, কবি ফখরুল আল হাদী, মো.
মাহফুজ আলম, মো. মবছদ আলী তালুকদার ও জাকারিয়া আলম।
আড্ডায় গান পরিবেশন করেন মুক্তিযোদ্ধা, গীতিকার ও শিল্পী মো. হেলাল
উদ্দিন দাদন, বাংলাদেশ বেতারের শিল্পী এম রহমান ফারুক, শিল্পী আমির হামজা
আকন্দ ও শিল্পী নুরুল গনি।
পরিষদের আগামী আড্ডা ২৪ মার্চ শুক্রবার ৬.৩০মি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য
সংসদের বইমেলার বাসিয়া প্রকাশনী স্টলে অনুষ্ঠিত হবে।

দণি সুরমা সাহিত্য পরিষদের সাহিত আসরে বক্তারা আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখনীর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌছাতে হবে

আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লেখনীর মাধ্যমে নতুন প্রজন্মের
কাছে পৌছাতে হবে। তাদেরকে সঠিক ইতিহাস জানাতে হবে। আমাদের মহান ভাষা
আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন প্রজন্ম সমৃদ্ধ হলে তারা
দেশগড়ার কাছে উজ্জিবিত হবে।
গত কাল ২ ডিসেম্বর শুক্রবার বিকালে স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনী
কার্যালয়ে দণি সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আড্ডায় বক্তারা
উপরোক্ত কথাগুলো বলেন।
পরিষদের সভাপতি ও মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব
আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি দেওয়ান মতিউর রহমান খানের
সঞ্চালনায় আড্ডায় লেখাপাঠ ও আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ও গীতিকার
হেলাল উদ্দিন দাদন, কবি ও সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, শিশু সংগঠক ও
ছড়াকার তাজুল ইসলাম বাঙালি, কবি ও সংগঠক লায়েক আহমেদ নোমান, কবি তোবারক
আলী, সমাজসেবী ও ক্রীড়া সংগঠক জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী
মতিউর রহমান মতি, কবি আনোয়ার হোসেন মিছবাহ, গীতিকার হরিপদ চন্দ, কবি
লুৎফা বেগম লিলি, নাট্যকমী মো. আবদুস শহীদ দুলাল, কবি মিজান মোহাম্মদ,
কবি মোহাম্মদ নুরুল ইসলাম, কবি সৈয়দা মুক্তদা হামিদ, কবি ফখরুল আল হাদী,
কণ্ঠশিল্পী এন এম নূরুল, শিল্পী মোহাম্মদ ইকবাল হোসেন, কবি রওনক আহমদ
এনাম, শিল্পী আহমদ আলী হিরন, সৈয়দ কামরুল হাসান, কবি নূর আলম বেগ, সজিব
আহমদ বিজয় প্রমুখ।
অনুষ্ঠানে সমাজসেবী ও ক্রীড়া সংগঠক জেলা পরিষদ নির্বাচনে সদস্য
পদপ্রার্থী মতিউর রহমান মতি পরিষদের নিয়মিত আড্ডায় বসার জন্য কিছু চেয়ার
দান করেন।

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত আসরে বক্তারা লেখনীর মাধ্যমে আমাদের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতিকে আরো সুদৃঢ় করতে হবে

003আমাদের প্রিয় মাতৃভূমিতে আমরা বিভিন্ন ধর্ম বর্ণ গোত্রের লোক বসবাস করছি। আমাদের ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি অনেক সুদৃঢ়। সেই সম্প্রীতি ছিল বলেই আমরা একাত্তরে মুক্তিযুদ্ধের মহান বিজয় অর্জন করেছি। আমাদেরর সে সম্প্রীতিকে ধরে রাখতে হবে। আমাদের লেখনী হতে হবে সার্বজনীন। সমাজের সকল মানুষের জন্য। ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের কথা থাকতে হবে লেখনীতে। লেখনীর মাধ্যমে আমাদের সম্প্রীতিকে আমরা আরো বেশি সুদৃঢ় করবো।
গত কাল ১৮ নভেম্বর শুক্রবার বিকালে স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনী কার্যালয়ে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আড্ডায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
পরিষদের সভাপতি ও মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি দেওয়ান মতিউর রহমান খানের সঞ্চালনায় আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার নিউইয়র্কে অবস্থিত মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লেখক ও সাংবাদিক বিশ্বজিৎ সাহা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার অজিত রায় ভজন, শিক্ষক ও গল্পকার জয়নাল আবেদীন, কবি ও সংগঠক লায়েক আহমেদ নোমান, সমাজসেবী ও ক্রীড়া সংগঠক মতিউর রহমান মতি।
লেখা পাঠ ও আলোচনায় অংশ নেন শিশু সংগঠক ও ছড়াকার তাজুল ইসলাম বাঙালি, গীতিকার হরিপদ চন্দ, গল্পকার হাবিব আহমদ এহসান, ছড়াকার সুব্রত দাশ, ছড়াকার তারেশ কান্তি তালুকদার, কবি আবদুস সামাদ, নাট্যকমী মো. আবদুস শহীদ দুলাল, শিক্ষক হুমায়ূন কবীর, কবি মোহাম্মদ নুরুল ইসলাম, কবি ফখরুল আল হাদী, কণ্ঠশিল্পী এন এম নূরুল, শিল্পী মোহাম্মদ ইকবাল হোসেন, কবি রওনক আহমদ এনাম, কবি এম আলী হোসাইন, কবি নূর আলম বেগ, মো. ফখরুল ইসলাম, আকরাম হোসেন ও লাহিন নাহিয়ান প্রমুখ।

লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থার আলোচনা সভা অনুষ্টিত

1

 

 

 

 

 

 

2

 

১৫ই নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬ঘটিকায় ইষ্ট লন্ডনের ব্রিকলেনস্থ আমার গাওঁ রেষ্টরেন্টে লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থার এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সংঘঠনের সভাপতি ফখর উদ্দীন ফারুক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মুক্তার সাইস্তার পরিচালনায়
সভার শুরুতে কোরান থেকে তেলাওয়ত করেন চন্দন মিয়া । উক্ত আলোচনা সভায় লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থার নাম পরির্বতন করে লালাবাজার ইউনিয়ন উন্নয়ন টাস্ট নাম করণ করা হয় এবং লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থার সাবেক কমিটি বিলুপ্তি ঘোষনা করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করায় হয়। আহবায়ক কমিটির সদস্যরা হলেন, আব্দুল মুক্তার সাইস্থা আহবায়ক, মকসুদ রহমান যুগ্ন আহবায়ক, রফিক উদ্দীন যুগ্ন আহবায়ক, শহিদুল ইসলাম যুগ্ন আহবায়ক, এম মোসাইদ খান সদস্য ছাদেক আলী সদস্য এবং দুলাল মিয়া সদস্য। সংগঠনের টাস্টি সদস্য ফি ২৫০ পাউন্ড নির্ধারণ করে আবহবায়ক কমিটিকে আগামী ছয় মাসের মধ্য টাস্ট এর সদস্য সংগ্রহের জন্য সময় বেধে দেওয়া হয়। উক্ত আলোচনা সভায় লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থার বিগত দিনের বিভিন্ন সফল কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন, সর্বজনাব আসিক মিয়া, আব্দুল হক আবু, এছাড়াও বক্তব্য রাখেন, মকসুদ রহমান, মোঃ চন্দন মিয়া, ফারুক আহমদ, রফিক উদ্দীন, মোঃ শহিদুল ইসলাম, আনছার আহমেদ, এম মোসাইদ খান,সাইস্তা মিয়া, ছাদেক আলী, খলকু মিয়া, আলী আহসান খান, ফয়ছল আহমেদ। সভাপতির সমাপনী বক্তব্য শেষে নৈশভৈাজ পরিবেশন করা হয়।

 

 

‘সাহিত্য নীড়ে’র ২য় সাহিত্য আসর অনুস্টিত

14925666_1477605255602306_5625453174372137703_nজনপ্রিয় অনলাইন সাহিত্য গ্রুপ ‘সাহিত্য নীড়’ এর ২য় সাহিত্য আসর গতকাল ৪ নভেম্বর বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে অনুস্টিত হয়।
গ্রুপের মডারেটর গীতিকবি হরিপদ চন্দের সভাপতিত্বে ও এডমিন কবি মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় আসরে আলোচনা ও লেখাপাঠ করেন, নাট্যকার চম্পক সরকার, কবি নিলুপা ইসলাম নিলু, ছড়াশিল্পী দেব্রব্রত রায় দিপন,কবি কামাল আহমদ, কবি মিজান মোহাম্মদ, গল্পকার শহিদুল ইসলাম লিটন, কবি আক্তার হোসেন তাহির প্রমূখ।
আসরে বক্তারা বলেন – এখন বই কিনে পড়ার প্রতি পাঠকরা বিমুখ। তারা ঘরে বসেই পড়তে আগ্রহী। তাই ‘সাহিত্য নীড়’ লেখকের লেখা পাঠকদের কাছে তুলে ধরতে যে ভূমিকা পালন করছে তা সত্যিই প্রশংসনীয়। যারা এতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের দেশ ও জাতি তা সম্মানের সাথে মনে রাখবে।
সাহিত্য আসরে গ্রুপের এডমিন কবি মোহাম্মাদ নুরুল ইসলামের জন্মদিন উপলক্ষে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান গীতিকবি হরিপদ চন্দ, এডমিন কবি মিজান মোহাম্মাদ ও এডমিন কবি আক্তার হোসেন তাহির।

Developed by: