
তার এই নতুন হেয়ারকাট নিয়ে এরই মধ্যে ঝড় উঠেছে ভক্তকুলে। অনেকেই মনে করছেন, রোনালদোর মতো স্টাইল করতে গিয়েই তিনি এ কাজ করেছেন। কেউ বলছেন, উত্তর কোরিয়ার সরকারপ্রধান কিম জং উনের সঙ্গে মিল রয়েছে। তবে স্যোশাল মিডিয়ায় একেবারেই প্রশংসা পাচ্ছে না মেসির এই নতুন ছাঁট। স্পেন ও ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলো রীতিমতো বিশ্লেষণে নেমেছে- কেন মেসি এমন হেয়ারকাট দিলেন?
ব্রিটিশ ট্যাবলয়েডগুলোর ধারণা, রোনালদো-নেইমারদের মতো বিজ্ঞাপনবাজার মাতাতেই মেসি তার চেহারায় কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করেছেন। তবে ব্যাপার যাই হোক মেসি কিন্তু এই হেয়ারকাট নিয়ে বেশ হাসিখুশি মেজাজেই রয়েছেন।