এক সময়ের তুখোড় ফুটবলার লুৎফুর রহমান লালু ১৯৩৭ খ্রিস্টাব্দে সিলেট সিটি কর্পোরেশনের দণি সুরমাস্থ ২৬ নম্বর ওয়ার্ডের ভার্থখলা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা (মরহুম) মো. কাছিম ও মাতা নছিরা বিবি।
মাঝমাঠের সাড়া জাগানো কৃতী ফুটবলার লুৎফুর রহমান লালু ছোটবেলা থেকে খেলাধুলায় ঝুঁকে পড়েন। তিনি সরকারি পাইলট হাইস্কুল, রাজা জি.সি হাইস্কুল ও সবশেষে দি এইডেট হাই স্কুলে ফুটবলের নেতৃত্ব দেন। দি
এইডেট হাইস্কুলে তিনি ১৯৫৮ খ্রিস্টাব্দে ইসমাইল স্পোর্টিং কাব প্রতিষ্ঠা করেন। তিনি সে দলের খেলোয়াড়, ক্যাপটেন ও বর্তমানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। তিনি সিলেট স্টেডিয়ামের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৬২ খ্রিস্টাব্দে সিলেট স্টেডিয়ামের অবস্থা ছিল খুবই শোচনীয় ছিল। মাঠে প্রচুর কাদা জমে থাকতো সব সময়। তখন তিনি সিলেটের অন্যান্য কাবের সদস্যদের সঙ্গে নিয়ে সংস্কারের আন্দোলনে নামেন। তাঁর আন্দোলনের ফলে কর্তৃপ মাঠের সংস্কার কাজে হাত দেন। ইতোপূর্বে লুৎফুর রহমান লালু ফুটবল টুনামেন্টের সেক্রেটারি ও সিলেট জেলা ফুটবলের সম্পাদকের দায়িত্ব পালন করেন। স্বাধীনতা পরবর্তীকালে তিনি সিলেট জেলা দলের খেলোয়াড় হিসেবে দেশের বিভিন্ন জেলা ও ভারতের বিভিন্ন প্রদেশে দারুণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে অসামান্য খ্যাতি লাভ করেন। গত ২৪ অক্টোবর ২০১২ খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন।