মডেল বান্ধবীকে আনতে ব্যক্তিগত বিমান পাঠিয়েছেন নেইমার

তিনি ফুটবল মাঠে বিস্ময়কর প্রতিভা। মাত্র ২২ বছরের নেইমারকে বার্সেলোনার ভক্তরা যখন মেসির পাশে দেখেন, তখন কোনো বাধাই তাদের কাছে বাধা নয়। নতুন এক বিষয় নিয়েও সাড়া ফেলে দিয়েছেন নেইমার। সার্বিয়ার মডেল বান্ধবীকে নিয়ে বেশ সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি ব্যক্তিগত জেট বিমান পাঠিয়ে দিয়েছেন বান্ধাবীকে তুলে আনতে, যা ইতিমধ্যে শিরোনাম হয়েছে।

নেইমারের লাস্যময়ী মডেল বান্ধবী সোরাজা ভুসেলিক আসছেন স্পেনের বার্সেলোনা শহরে।
এক ট্যাবলয়েড জানায়, ফুটবলারের চেয়ে ৬ বছরের বড় মডেল কন্যার সঙ্গে প্রথম দেখা হয় ইবিজার সৈকতে। এরপর থেকে স্কাইপিতে নিয়মিত চ্যাটিং চালিয়েছেন ব্রাজিলের জাতীয় দলের এই তারকা খেলোয়াড়।

ট্যাবলয়েডটি দাবি করে, এই অক্টোবরেই তাদের দেখা করার কথা আগে থেকেই ঠিক হয়ে ছিল। নির্দিষ্ট দিনের জন্য টিকিটও কেনা ছিল বান্ধবীর। কিন্তু তর সইছে না নেইমারের। ব্যক্তিগত বিমান পাঠিয়ে দিয়েছেন। সেই বিমানে চড়ে নেইমারের বার্সেলোনার গেঞ্জি পরে ইনস্টাগ্রামে একটি ছবিও দিয়েছেন সোরাজা। এই মডেল সর্বপ্রথম মানুষের নজরে পড়েন ‘বিগ ব্রাদার’ রিয়েলিটি শো এর মাধ্যমে। তখন থেকেই অনেকের নজড়ে রয়েছেন এই নারী। এখন এক মহাতারকার বান্ধবী।

Developed by: