বাসিয়া ডেস্ক : ২১ আগস্ট বিকাল ৫টায় সিলেটের কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে ছড়াকার, সাংবাদিক ও উপন্যাসিক পলাশ আফজালের প্রথম উপন্যাস রমজান আলীর মোড়ক উন্মোচন করা হবে। একুশে আগস্টের গ্রেনেড হামলাসহ স্বাধীনতা বিরোধী অপশক্তির দেশ বিরোধী কর্মকাণ্ড নিয়ে লেখা এ উপন্যাস প্রকাশ করেছে বাসিয়া প্রকাশনী, প্রচ্ছদ এঁকেছেন দেশের খ্যাতিমান প্রচ্ছদ শিল্পী ধ্র“ব এষ, মূল্য রাখা হয়েছে ১২০ টাকা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন গ্রন্থের লেখক পলাশ আফজাল।