জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭)

0000যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১ সেপ্টেম্বর হতে সারা বাংলাদেশে প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ৷
এই জাতীয় টুর্নামেন্টের অংশ হিসেবে দক্ষিণ সুরমা উপজেলার সকল “ইউনিয়ন দল” সমন্বয়ে আয়োজন করা হবে উপজেলা পর্যায়ের টুর্নামেন্ট।
এরপর উপজেলার বাছাইকৃত সেরা খেলোয়াড়রা সুযোগ পাবে জেলা পর্যায়ের টুর্নামেন্টে।
সবশেষে বিভাগ এবং জাতীয় পর্যায়ে খেলার মধ্য দিয়ে সমাপ্ত হবে এই আসর।
প্রতিভাবান খেলোয়াড়দের জন্য উন্নত প্রশিক্ষণ, বয়স বিবেচনায় বিকেএসপিতে ভর্তির সুযোগ ইত্যাদি প্ৰণোদনা থাকবে ৷
পিইসি/জেডিসি/এসএসসি বা সমমান পরীক্ষার সনদ অনুযায়ী ১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে যাদের বয়স ১৭ বছরের মধ্যে, তাদের যে কেউ আগ্রহী হলে তার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে ৩১ আগস্ট ১৮ এর মধ্যে যোগাযোগ করতে বলা হলো। উপজেলা পর্যায়ে টুর্নামেন্টটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হবে।
বিস্তারিত ফিকচার পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। সার্বিক আয়োজনে দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থা।

Developed by: