কবিতা-গান যুগ যুগ ধরে মানুষের প্রেরণা, শক্তি-সাহস যুগিয়ে আসছে। নৈশব্দিক একাকিত্বে গান কবিতা নির্মল প্রশান্তির অমূল্য উপকরণ হয়ে একাকিত্বের অবসান ঘটায়।
সৃষ্টির মাঝে যারা জীবনের খোঁজ করে তাঁরাই কবি। প্রকৃতির নানান অপরূপ কারুকার্যের মাঝে মোহনীয় আবেশে দোলে ওঠে কবিমন, এই দোলা ছন্দ হয়ে ঝরে পড়ে এক একটা কবিতা হয়ে। কবিতায় কবিমনের ভাবের পাশাপাশি ফুটে উঠে জীবনমুখী শৈল্পিক আবেদন, তাই তো কবিরা ছন্দশিল্পী।
এমনই এক ছন্দশিল্পী কবি রেজুয়ান চৌধুরী। তাঁর ‘স্মৃতির ডায়েরি’ কাব্য গ্রন্থের প্রত্যেকটা কবিতায় অসাধারণ ছন্দ ও নান্দনিকতা লক্ষ করার মতো যা একজন গুণী কবির পক্ষেই সম্ভব এবং এ কাজটিই করে দেখিয়েছেন কবি রেজুয়ান চৌধুরী।
‘স্মৃতির ডায়েরি’ কাব্যগ্রন্থে ভিন্ন ভিন্ন স্বাদের ৫৫ টি কবিতায় সহজ সরল পরিশীলিত প্রাঞ্জল ভাষা প্রয়োগ করা হয়েছে যা গুণে-মানে ও রসবোধে অনন্য বিধায় সব শ্রেণির কাব্যরসিক পাঠক মনের ক্ষুধা মেটাতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।
অসাধারণ এই রচনার জন্য অন্তরের অন্তস্থল থেকে কবিবন্ধুকে জানাই প্রাণঢালা অভিনন্দন, সেই সাথে ‘স্মৃতির ডায়েরি’ কাব্যগ্রন্থের সফলতা কামনা করি।
আবু কওছর
সম্পাদক ও প্রকাশক
ত্রৈমাসিক সাহিত্য সাময়িকী ‘আলোকিত দাওরাই’।