১২ প্রবাসী পাচ্ছেন মুক্তিযোদ্ধা সনদ

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত গঠনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তৎকালীন সময়ে যুক্তরাজ্য প্রবাসী ১২ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার।

সোমবার (১৮ জুলাই) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গেজেটে অন্তর্ভুক্ত ১২ জনের মধ্যে গেজেট নং-২ যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, গেজেট নং-৩ সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, গেজেট নং-৪ সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, গেজেট নং-৫ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক ডক্টর এনামুল হক, গেজেট নং-৬ সাবেক মন্ত্রী (সদ‍্য প্রয়াত) জাকারিয়া চৌধুরী, গেজেট নং-৭ সাবেক রাষ্ট্রদূত রাজিউল হাসান, গেজেট নং-১২ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী।

এর আগে ২০১৯ সালে যুক্তরাজ‍্যে গঠিত ১৩১টি সংগঠনের কেন্দ্রীয় সংগঠন স্টিয়ারিং কমিটির আহ্বায়ক মরহুম মো. আজিজুল হক ভূঁঞাকে প্রবাসে বিশ্ব জনমত গঠন গেজেটের ১ নং সদস‍্য হিসেবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়।

প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে যারা বিশ্ব জনমত গঠনে কাজ করেছেন তারা আগামী সেপ্টেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।

Developed by: