সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়ে গেলো মিস্ধসঢ়; কসমোপলিটন ওয়ার্ল্ড এর
জমকালো ৩য় আসর। বিশ্বের ৩০টি দেশের সুন্দরীরা এতে অংগগ্রহ করেন। ৩ সপ্তাহব্যাপী
চলা এ অনুষ্ঠানের গালা ফাইনালে বিজয়ীর মুকুট পড়েন মিস ইন্দোনেশিয়া।
এছাড়া ১ম রানারআপ হন মিস্ধসঢ়; মিয়ানমার, ২য় মিস্ধসঢ়; ট্রিনিদাদ এন্ড টবাগো, ৩য়
মিস ইউ.এস.এ এবং ৪র্থ স্থান নির্বাচিত হন মিস্ধসঢ়; মালেয়শিয়া। ৩য় বারের মত
এবারো এই অনুষ্ঠানের অফিসিয়াল ফটোগ্রাফার হিসেবে দায়িত্বে ছিলেন নাদিমস্ধসঢ়;
ফটোগ্রাফির কর্নধার নাদিম নেওয়াজ আহমেদ। উক্ত অনুষ্ঠানে মালয়েশিয়ার বিভিন্ন
শহরে প্রতিযোগিরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেন।
আর এবার ৩০টি দেশের সুন্দরীদের হতে নাদিমস্ধসঢ়; ফটোগ্রাফি মিস ফটোজেনিক ও
বেস্ট স্মাইল জিতে নেন মিস্ধসঢ়; লিথুনিয়া ও মিস্ধসঢ়; পোলান্ড।