সিলেটে জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস-২০১৫ উদযাপন

05সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড ও জালালাবাদ গ্যাসটি এন্ড ডি সিস্টেম লিঃ এর আয়োজনে ৯আগষ্ট রবিবার সিলেটে উদযাপিত হরো জাতীয় জ্বালানী নিরাপত্তা দিবস-২০১৫। এদেশের ৫টি গ্যাসক্ষেত্র যথা ঃ তিতাস, হবিগঞ্জ, কৈলাশটিলা, রশিদপুর ও বাখরাবাদ ক্ষেত্রগুলো দেশের অর্থনৈতিক বিকাশে ও জ্বালানী নিরাপত্তার ক্ষেত্রে বিশাল অবদান রেখে চলেছে। গতকাল ৯আগষ্ট রোববার জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটিড এর ব্যবস্থঅপনা পরিচালক প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক গ্যাস তথা সকল জ্বালানী ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মিতব্যয়ী হতে হবে। জ্বালীনীর ুষ্ঠু ব্যবহার এব্ং উহা সংরক্ষণে সকলের সম্মিলিত অংশ গ্রহণ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। আলোচনা সভায় সিলেট জ্বালানী প্রতিপালনের অশ হিসেবে প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব অনুধাবন পূর্বক এর সাশ্রয়ী ব্যবহারে গণসচেতনতা বৃদ্ধিকল্পে জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিঃ এর ব্যবস্থঅপনা পরিচালক প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম খান সভাপতির বক্তব্যে বলেন, সকলকে গ্যাস ব্যবহারে মিতব্যয়ী ও সাশ্রয়ী হতে হবে। গ্যাস অফুরন্ত কোন সম্পদ নয়, এর সুষ্ঠু ও সাশ্রয়ী ব্যবহারে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর মহাব্যবস্থাপক(অপারেশন) প্রকৌশলী এ,কে,এম আমির হোসেন, জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিঃ এর মহাব্যবস্থাপক (কন্সট্রাকশন) প্রকৌশলী শোয়েব আহমদ মতিন, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন সবাপতি জনাবব কায়েস আহমদ, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর অফিসার্স ওয়েলফেয়াার এসোসিয়েশন সভাপতি প্রকৌশলী হারুনুর রশিদ মোল্লা, জালালাবাদ গ্যাস কর্মচারীলীগ (সিবিএ-২৫২০) সাধারণ সম্পাদক মো ঃ শাহ আলম, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর সিবিএ সভাপতি জনাব মো ঃ হারুণ। বিজ্ঞপ্তি।

Developed by: