জনপ্রতিনিধিরা দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করেন মুহাম্মদ ইশফাকুল হোসেন

01শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মুহাম্মদ
ইশফাকুল হোসেন বলেন জনপ্রতিনিধিরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ
করেন। তাদের কাজ হবে নান্দনিক। দেশ ও সমাজের কল্যাণে তাদের পদচারণা
প্রতিনিয়ত থাকবে। তাদেরকে অনুসরণ করবে মানুষ। অনুপ্রাণিত হবে জনসাধারণ।
আজকের জনপ্রতিনিধিরা সে রকম কাজ করবেন নিঃসন্দেহে। তারা ইতিহাসে স্বার
রেখে যাবেন সমাজের উন্নয়ন সাধন করে। সাথে সাথে প্রবাসীদের অর্জিত অর্থে
এদেশের উন্নয়ন কর্মকান্ড গতিশীল হয়। প্রবাসীরা দেশের কল্যাণে সব সময় কাজ
করেন। তারা প্রবাসে থাকলেও তাদের মন দেশে থাকে তারা সর্বদা দেশের কথা
ভাবেন।
গত ১৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদে মাসিক বাসিয়া
পত্রিকা কর্তৃক জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য রোটারিয়ান মতিউর রহমান,
সংরতি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন ও বাসিয়া
পত্রিকার উপদেষ্ঠা আবদুল বারীকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো
বলেন।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে
অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল
হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দণি সুরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ
মো. শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ইউকের
হেড অব প্রোগ্রাম নাট্যকার আশরাফ মাহমুদ নেসওয়ার, আমেরিকা প্রবাসী ডা.
নাজরা চৌধুরী, বিশিষ্ট ব্যাংকার শামীমা নার্গিস।
মাসিক গোপলা সম্পাদক কবি মিজান মোহাম্মদ ও চন্দবিন্দু সম্পাদক কবি
মোহাম্মদ নুরুল ইসলামের যৌথ উপস্থাপনায় আলোচনায় অংশ নেন প্রভাষক জ্যোতিষ
মজুমদার, সাবেক সিটি কাউন্সিলর কবি নাজনীন আকতার কণা, কবি ও সাংবাদিক
সাইদুর রহমান সাঈদ, বড়তলা মজরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাজমুল
ইসলাম, এডভোকেট মিজানুল হক, কবি সুব্রত দাশ, কবি কামাল আহমদ, কলামিষ্ট এ
এইচ এম ফিরোজ আলী, উপন্যাসিক শাহ ফারজানা আহমেদ, কবি আবদুস সামাদ, কবি এম
আলী হোসাইন, গীতিকার মোহাম্মদ ইকবাল হোসেন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিক মিজানুর রহমান, কবি লুৎফা আহমদ লিলি,
গল্পকার শহিদুল ইসলাম লিটন, কবি ফখরুল আল হাদী, শিক্ক্ষকিা শাখেলী বেগম,
ব্যবসায়ী দুলাল আহমদ, আবদুল কাদির জীবন, বদরুল ইসলাম সোহাগ, ব্যবসায়ী
জমিরুল হক, রাজনীতিবিদ আনোয়ার আলী, কবি আবু জাফর মো. তারেক, প্রবাসী
মদব্বির হোসেন, সাংবাদিক রিয়াজ উদ্দিন, মাজেদুর রহমান শিপন, ফাতেমা আহমদ
তুলি, সজিব আহমদ বিজয়, সুহেল আহমদ, মারুফ আহমদ, আকরাম হোসেন, সুমন দাস
বিজয়, দিলোয়ার হোসেন ও রুনু বৈদ্য প্রমুখ।

Developed by: