গত ৮ই আগষ্ট মঙ্গলবার বিকাল ৭ঘটিকায় বেতারা বাংলার অফিসে
বেতার বাংলা শ্রোতা ফোরামের এডহক কমিটির এক সভা অনুষ্টিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বেতার বাংলার সিইও জনাব নাজিম চৌধুরী । সভায় এডহক কমিটির সকল সদস্যর উপস্থিতে জনাব নাজিম চৌধুরী আগামী এক বছরের জন্য বেতার বাংলা শ্রোতা ফোরামের কার্য পরিচলানা কমিটির নাম ঘোষনা করেন। নতুন কমিটিতের দায়িত্ব প্রাপ্তরা হলেন,
সভাপতি: মোহাম্মদ আবুল কালাম
সহসভাপতি: পারভেজ আহমদ, আবু তারেক চৌধুরী সাজু, বদরুল ইসলাম, কাজী বাবর আহমদ, ফখরুল হক লুকু
সাধারন সম্পাদক: কবির আহমদ,
সহসাধারন সম্পাদক: মকবুল হোসেন,তাজভীর চৌধুরী শিমুল, শেখ সামসুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক: জয়নাল আবদীন খান,
সহসাংগঠনিক সম্পাদক: আব্দুছ সত্তার ইমন
কোষাধক্ষ্য: হেলাল আহমদ
সহকোষাধক্ষ্য: সামসুল আলম
জনসংযোগ সম্পাদিকা: রুবি হক
মহিলা সম্পাদিকা: মাহমুদা খানম মনি
সাংস্কৃতি সম্পাদক: তপু শেখ
সহসাংস্কৃতি সম্পাদিকা: লোভা চৌধুরী
সাহিত্য সম্পাদক: এম মোসাইদ খান
সহসাহিত্য সম্পাদক: রুহুল ইসলাম
ধর্মসম্পাদক: আব্দুল ছালাম
সহধর্মসম্পাদক: রেজাউল করিম মানিক
প্রচার ও প্রকাশনা সম্পাদক: এ কে এম আব্দুল্লাহ
সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক: ফখরুল ইসলাম
সদস্য সম্পাদক: বেলাল আহমদ
দফতর সম্পাদক: ছায়া আক্তার রেখা
তহবিল সম্পাদক: আবুল ফয়েজ
জনকল্যান সম্পাদাক: ছহুল মুনিম
শিক্ষা সম্পাদক: শাহ নুরুল আমিন
মানবাধিকার সম্পাদক: আব্দুল হান্নান
আইন বিষয়ক সম্পাদক: মজিবুল হক মনি
ক্রিড়া সম্পাদক: আবুল কাহার ছালাম
সহক্রিড়া সম্পাদক: মাসুক মিয়া তালুকদার
নির্বহী সদস্য:
মোহাম্মদ জিয়ার আহমদ,আবিদ হোসেন অপু, মুহিবুর রহমান চৌধুরী, আব্দুল হালিম চৌধূরী, মিনহাজুর রহমান, মোহাম্মদ ইকবাল, আতাউর রহমান আতা, আবুল হাসনাত ( সোনা বন্ধু ), আবুল কালাম, আলাউর রহমান খান শাহীন, বাবুল আলী, আফছার খান সাদেক, অঞ্জনা আলম, জুয়েল চৌধুরী, আহাদ আলী, কাজল রশীদ, মুস্তাক আহমদ।
এডফ কমিটির উপস্থিত সবাই জনাব নাজিম চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং শ্রোতা ফোরামের নতুন কমিটির র্সাবিক সাফল্য কামনা করেন।