গতকাল ৪ই আগস্ট মঙ্গলবার বার্মিংহাম কমিউনিটির কয়েকজন বিশিষ্ট ব্যাক্তিবর্গ কবি সাধক শাহ্ আব্দুল ওদুদের সম্মানে ছোট পরিসরে একটি আলোচনা সভার আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন চৌধুরী হাফিজ আহমেদ। পবিত্র কোরআন তেলায়াত করেন মাওলানা আব্দুল মতিন। এতে কমিউনিটির বেশ কয়েকজন বিশিষ্ট ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই শাহ্ আব্দুল ওদুদ সাহেবের জীবন কর্ম সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন । উপস্থিত সবাই উনার জীবন কর্ম সম্পর্কে জানতে মুগ্ধ হন। এবং তিনি যে, একজন বড় মাপের আল্লাহ্র অলির সানিধ্য পেয়েছেন তা বার্মিংহামের কমিউনিটির মানুষজন জানতে না যে, উনার পীর,মুর্শিদ পীরে কামেল শাহ্ সূফী হযরত মাওলানা আল্লামা আব্দুল মুকিত ছাহেব মঞ্জলালি। তিনি মঞ্জলালি ছাহেবের একজন অন্যতম খলিফা ও একজন আশেকে রাসুল । এবং উনার মধ্যে অনেক গুন রয়েছে তিনি কম কথা বলেন দরকারি কোন কথা ছাড়া অযথা বেশি কথা বলেন না। একজন নিরহংকার খোদাভক্ত, রাসুলভক্ত ও মুর্শিদভক্ত সাদাসিধে মানুষ তিনি । সাধনার জগতে ও মুর্শিদের চরন সেবা থেকে তিনি যা অর্জন করেছেন সবি তিনি তার প্রকাশিত বইয়ের মধ্যে তুলে ধরেছেন। প্রকাশিত বই গুলা হল- দিল তরঙ্গ, প্রেমের মরা, মধ্যে মায়া নদী, পরশমণি, আল্লামা দূরবীন শাহ্ ইত্যাদি। তিনি ফকির দূরবীন শাহ্, শিতালং শাহ্, হাসন রাজা, শাহ্ আব্দুল করিম, রাধামন এই সব গুণীজনের ধারার একজন কবি, সাধক তিনি। তাহার গানের মধ্যে অনেক কিছু শেখার আছে বুঝার মত অনেক কথা আছে । গান তো অনেকে লিখেন বা লিখতে পারেন কিন্ত গানের মর্ম কথা জেনে কয়জনে লিখেন? উনার গানের মধ্যে আধ্যাত্মিকতার সকল মর্ম কথা ফুটে উটেছে। উপস্থিত সবাই আরও বলেন একজন গুনি ব্যাক্তির সাথে বসতে পেরে এবং উনার সান্নিধ্য পেয়ে আমরা গর্বিত এবং তিনার উত্তরাত্তর সফলতা কামনা করি। তিনি যেনো এই আধ্যাত্মিকতার আলো আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারেন সেটাই কামনা করি ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি কবি, সাধক শাহ্ আব্দুল ওদুদ বলেন- সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন এই সভা করে এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ্ যেনো আপনাদের সম্মানিত করেন ।
সভার শেষে কবি, সাধক শাহ্ আব্দুল ওদুদের সম্মানে ডিনার পার্টির আয়োজন করা হয়। এতে বার্মিংহাম কমিউনিটির অনেকে উপস্থিত ছিলেন।