সিলেটের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষাবিদ মহিউদ্দিন শিরু’র ১২তম মৃত্যুবার্ষিকী আজ।

সিলেটের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষাবিদ মহিউদ্দিন শিরু’র ১২তম মৃত্যুবার্ষিকী আজ।

তাহার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিউদ্দিন শীরু স্মৃতি পরিষদ ও পরিবারের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হবে। কর্মসূচীর মধ্যে রয়েছে বাদ জোহর হযরত শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গণে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সন্ধ্যায় সিলেট নগরীর ধোপাদিঘির পূর্বপারস্থ বঙ্গবীর আবাসিক এলাকায় মরহুমের বাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল মরহুমের শুভানুধ্যায়ী, সহকর্মীবৃন্দকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হাসিনা মহি উদ্দিন শিরু ও সাধারণ সম্পাদক সৈয়ীদ আহমদ বহলুল।

Developed by: