অনুষ্ঠানে দার্শনিক কবি শিকদার মুহাম্মদ কিব্রিয়াহ, গবেষক আব্দুল হাই মোশাহিদ, কবি মো. ফারুক ইসলাম, কৃতি প্রবাসী মো. সুরমান আলী ও প্রিয়া দেবকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক নির্মল চন্দ্র ধর রুনু,ডাক্তার আব্দুল জলিল,কবি ইব্রাহিম আলী,গল্পকার মাকসুদ তুহিন,ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মলয় চক্রবর্তী,সাংবাদিক আনোয়ার হোসেন আনা, কবি সীমা কর,কাজী আব্দুল মোমিন,কবি আরজু মিয়া,বশির মিয়া,ছড়াকার মুসফেকুর রাজা চৌধুরী টুকন, আব্দুল জলিল,নাজমুল ইসলাম,স্বপ্নদীপ আনিস,সিরাজুল ইসলাম দয়া,রাফিদুল ইসলাম পলাশ, সিরাজুল ইসলাম, আমির হামজা,রুবেল হোসেন এবং অন্যরা।
বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদ (বাওসাসপ) এর সাহিত্য সাময়িকী ‘শেওড়া’র চতুর্দশ সংখ্যার মোড়ক উন্মোচন ও ছড়াকার আমিনুল ইসলাম সফরের ভ্রমণকাহিনি ‘সরকারি সফরে ঘুরে এলাম ভারত’ গ্রন্থের প্রকাশনা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর, শনিবার, বেলা দুইটায় তাজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জালাল আহমদ খালিছদারের সভাপতিত্বে এবং পরিষদ সাধারণ সম্পাদক মো. রাশেদ আলী ও কবি বিলাল হোসেনের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব অরুনোদয় পাল ঝলক।
