আসামে বাঙালিদের হত্যার হুমকি উলফার

31-02ডেস্ক :ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অস্ত্র ধরার হুমকি দিয়েছে। উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন দলটির যে অংশ ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনার বিরোধিতা করছে, তাদের প্রকাশিত মুখপত্র ‘স্বাধীনতা’র সাম্প্রতিক সংখ্যায় এই হুমকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিবিসি বাংলায় প্রকাশিত এক খবরে এই তথ্য জানানো হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, মুখপত্রের সম্পাদকীয় কলামে লেখা হয়েছে, হিন্দু বা মুসলমান, কোনও ‘অনুপ্রবেশকারীকেই’ উলফা মেনে নেবে না। আর রক্তপাতের জন্য দায়ী থাকবে বিজেপি ও কংগ্রেস।

বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বিবিসির খবরে বলা হয়, উলফার শক্তি অনেকটা কমে গেলেও এ ধরনের হুমকি বাস্তবায়িত করার ক্ষমতা এখনও তাদের রয়েছে।

পত্রিকার সম্পাদকীয়তে বলা হয়েছে, একদিকে বিজেপি যেমন বাংলাদেশ থেকে আগত হিন্দুদের শরণার্থী বলে স্বীকৃতি দেওয়ার কথা বলছে, অন্যদিকে আসামের কংগ্রেস মুখ্যমন্ত্রী তরুণ গগৈও বাংলাদেশ থেকে আসা মুসলমানদের নিয়ে রাজনীতি করছেন। দুটি দলই নিজেদের ভোট ব্যাংকের কথা ভেবে এটাকে প্রশ্রয় দিচ্ছে বলে স্বাধীনতার সম্পাদকীয়তে অভিযোগ করা হয়।

উল্লেখ্য, উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া সর্বশেষ চীনে অাছেন বলে গত ফেব্রুয়ারিতে খবর প্রকাশ করেছিল টাইমস অব ই‌‌‌ন্ডিয়া। তবে তার স্ত্রী দুই সন্তানসহ ঢাকায় থাকেন বলেও খবরে উল্লেখ করা হয়। পরেশ বড়ুয়া ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের মধ্যে অন্যতম। এছাড়া তিনি বাংলাদেশে চট্টগ্রামের চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অাসামি।

Developed by: