অদম্য ইচ্ছা আর প্রবল আত্মশক্তিতে বলীয়ান এ. বারী ব্যক্তিমালিকানায় ম্যানর পার্কের পাশে গড়ে তোলেন ‘দি রয়েল রিগানন্সি’ নামক সুবিশাল কমিউনিটি সেন্টার। শীতাতপ নিয়ন্ত্রিত এ হলে রাতে ৭৫০ জন অতিথি ও বিকেলে ১১শ অতিথি আপ্যায়নের আসন রয়েছে। এছাড়া আলাদা অডিটরিয়ামে ৩৫০ জন অতিথির আসন আছে। গাড়ি পাকিং এর সুযোগ সুবিধাসহ এ বিশাল হলগুলোতে প্রবাসীরা তাদের সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান নির্দ্বিধায়
পালন করতে পারেন। দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আলীনগর গ্রামের অধিবাসী হাজি মন্তাজ আলীর একমাত্র পুত্র এ. বারী দাখিল পরীক্ষায় অংশগ্রহণের পূর্বেই পাড়ি জমান বিলাত মুল্লুকে। বিলাতে গিয়ে লেখাপড়াসহ রেস্টুরেন্টে কাজ শুরু করেন। রেস্টুরেন্টে কাজ করে বড় কিছু করার স্বপ্ন বুনেন যার প্রতিফলন ঘটে ‘দি রয়েল রিগানন্সি’ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে। এখন তিনি একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি রয়েছে সামাজিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা।