জন্ম : ১৫ অক্টোবর ১৯৫৭
গ্রাম ও ডাক: মোল্লারগাঁও
দক্ষিণ সুরমা, সিলেট- ৩১০০
পেশা : অধ্যাপনা
বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ)
দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজ
সিলেট- ৩১০০।
প্রকাশিত গ্রন্থ
এই দেশ সেই দেশ (ছড়া-১৯৭৫)
বাঁশি (গান ১৯৮৪)
সবার উপরে তিনিই সত্য (কথা সাহিত্য, ১৯৮৯)
না হয় সগন অরণ্যে যাবো (কবিতা- ১৯৯৮)
ছড়ার নাম যুদ্ধ (ছড়া- ২০১৩)
প্রকাশিতব্য গ্রন্থ
একদিন সারাদিন (কথা সাহিত্য)
স্মৃতির পাখিরা (কথা সাহিত্য)
মধু-গাছ ও অন্যান্য (গল্প)
আমিতো গল্প বলছি না (প্রবন্ধ)
প্রেম
প্রেম কি হয় ফুলের সমান?
মিথ্যে তোমার বুলি,
প্রেম যে এক বিশাল কামান
খাচ্ছি কেবল গুলি!
তোমার কথা স্বপ্ন আনে
জীবনকে দেয় অন্য মানে
এই ছিলতো শর্ত,
প্রেমের ভুবন এখন ফাঁকা
প্রেমের জন্য চাই যে টাকা,
ইঁদুর হয়ে খুঁড়ছি তাই
বিত্ত পাবার গর্ত।
নাম ও গ্রাম
(উৎসর্গ : অধ্যাপক শাহানা বেগম)
সারার বাড়ি ভার্থখলায়
খোজারখলায় জারা
মোগলাবাজার মুন্নীর বাসা
ধুবলাবাজারে তারা।
তানহা থাকে আরফিননগর
জালালপুরে মীনা
কলারতলে এলে গেলে
দেখবে সেথায় দীনা।
ফাহমি থাকে আরশিনগর
রায়নগরে হেনা
নাম বললে গ্রাম বললে
তবেই যাবে চেনা।
নির্মলেন্দু গুণ
কথাগুলো খুব বেশী মানবিক
বৃন্দাবনে ছড়িয়ে আছে কৃষ্ণের লীলা!
রাধিকা দেখেনি যুদ্ধ আনবিক
বারহাট্টায় ঈশ্বর কার জন্ম দিলা!
মুসা ইব্রাহিম নব প্রজন্মের কাছে খুবই প্রীত
তাই বলে রাধা-কৃষ্ণ উপাখ্যান নয় মৃত
যতোই গগণচুম্বী হোক পারমানবিক মই
আঠারোশ গোপিনী আজও করে পইপই!
দিন বদলের পালা শেষে দেখি
বারহাট্টায় আছে এক তাজা রসুন
সে আমাদের অতি খ্যাতিমান
আপাদমস্তক কবি, নির্মলেন্দু গুণ।
যদি
(উৎসর্গ : আবদুল হামিদ মানিক শ্রদ্ধাভাজন)
যদি আমার হাতের তালু
আকাশ হতো!
বুকের মাঝে রইতো যদি
বিপুল ধরা!
খুঁজতে আমায় হতো না কো
মানব জীবন!
সাত সাগরের ভাবোচ্ছাসে
জীবন ক্ষরা!
ছড়ার নাম যুদ্ধ
যুদ্ধ করে স্বাধীন হলাম
যুদ্ধতো নয় খেলা
যুদ্ধ পরে জীবন যুদ্ধে
যুদ্ধ দেখি ম্যালা!
যুদ্ধ আমার খাওয়া-পরার
যুদ্ধ প্রাণে বাঁচা,
যুদ্ধ আমার বসত ভিটায়
তুলতে ঘরের মাচা।
যুদ্ধ করে তাড়িয়ে ছিলাম
যুদ্ধবাজ এক দেশ
যুদ্ধ এখন আমার দেশে
ঝুলতে দেখি বেশ!