ইবাদত বন্দেগিতে মশগুল কামরান

28-01
২৮ জুলাই, ২০১৪ :: সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ততা ঘিরে থাকত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানকে। এ ব্যস্ততাকে কিছু দিনের জন্য ছুটি দিয়েছেন কামরান। সব ব্যস্ততাকে বিদায় দিয়ে তিনি এখন সময় কাটাচ্ছেন মসজিদে।জানা যায়, গত ২০ রমজান থেকে তিনি তার বাসার পাশের ছড়ারপাড় জামে মসজিদে ইতেকাফ শুরু করেছেন। নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে মসজিদে সময় কাটছে তার।

মেয়র কামরান সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেয়র থাকাবস্থায় তার ওপর অনেক জিম্মাদারি থাকত। নগরবাসীর সুখে-দুঃখে তাকে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে দৌড়াতে হতো। তাই সিটি মেয়র থাকাকালে ইতেকাফ করা সম্ভব হতো না।

গত সিটি নির্বাচনে পরাজয়ের পর থেকে তিনি রমজানে ইতেকাফ পালন করছেন। গত রোজায়ও তিনি ১০ দিন ইতেকাফ করেছেন। এবারও ২০ রোজায় ইতেকাফ শুরু করেছেন।

কামরান জানান, ইবাদত-বন্দেগির মাধ্যমে তিনি মহান আল্লাহর কাছে নগরবাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করছেন। শুদ্ধ ও সুস্থ জীবনের জন্য তিনি নগরবাসীর দোয়াও চেয়েছেন।

Developed by: