জমে উঠেছে ফুটপাতের ঈদ বাজার

14

ঈদকে সামনে রেখে ছোট-বড় সব মার্কেটে চলছে বেচাকেনা। এর পাশাপাশি দখল হয়ে গেছে  সিলেট নগরীর ফুটপাতগুলো। ঈদ যতই ঘনিয়ে আসছে, জমে উঠেছে ফুটপাতের বাজার।

ক্ষুদ্র ব্যবসায়িরা বছরজুড়ে ফুটপাতে বেচাকেনা করলেও ঈদ উপলক্ষ্যে তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে কিছু মৌসুমী হকারও। সেজন্য চাপও বাড়ছে ফুটপাতে। স্বল্প আয়ের মানুষ, যাদের অভিজাত শপিংমহল গুলোতে যাওয়ার সাধ্য নেই। কিন্তু কোন কোন সময় ফুটপাতে ভালো পণ্য পাওয়া যায় বলে উচ্চবিত্ত, মধ্যবিত্তরাও ভিড় জমান এসব মার্কেট গুলোতে।

এছাড়া নগরীর  কোর্ট পয়েন্ট, কুদরত উল্লাহ,  ক্বীন ব্রীজ, দরগাহ গেইট, আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার  এলাকার আশপাশের রাস্তার পাশের ফুটপাতে টুপি থেকে শুরু করে ঈদের সব ধরনের কাপড় মিলছে।

এখানে ডেকে ডেকে পাঞ্জাবি বিক্রি করছেন। একদাম ২’শ ৫০টাকা। ফুটপাতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের সুগন্ধিও।

Developed by: