বিএনপির আন্দোলন ঘোষণার পালে বাতাস পাবে না : অর্থমন্ত্রী

31-04মানুষ বর্তমানে অর্থনৈতিক কর্মকান্ডে বেশী সক্রিয় ও মনোযোগী উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ঈদের পর বিএনপির আন্দোলনের ঘোষণার পালে বাতাস পাবে না। এখন মানুষ ও স্টেকহোল্ডারের সংখ্যা এত বেড়েছে যে, সবাই কর্মব্যস্ত। স্টেকহোল্ডাররা এখন নিজেদের স্বার্থেই কোনো আন্দোলনের পক্ষে সমর্থন দেবে না।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। এসময় অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
বিএনপির ঈদের পর আন্দোলনে নামার ঘোষণা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক দলের পক্ষেই আন্দোলন করা সম্ভব নয়। মানুষ সমর্থন করলে আন্দোলন হয়, না করলে কোনো আন্দোলন হয় না। কারণ মানুষ ও স্টেকহোল্ডারের সংখ্যা এত বেড়েছে যে, সবাই কর্মব্যস্ত। স্টেকহোল্ডাররা এখন নিজেদের স্বার্থেই কোনো আন্দোলনের পক্ষে সমর্থন দেবে না।
তিনি বলেন, এবারের ঈদ খুব ভালো হয়েছে। ব্যবসায়ীরাও খুব ভালো ব্যবসা করেছেন। ঈদের আগের রাতেও মার্কেটগুলোতে ছিল বেশ ভিড়। সুতরাং সকল শ্রেণী-পেশার মানুষেরই এবার ভালো ঈদ হয়েছে।
এসময় অর্থ প্রতিমন্ত্রী আবদুল মান্নান মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদোত্তর এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অর্থ সচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. আসলাম আলমসহ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন

Developed by: