
২৭ জুলাই ২০১৪ :: ঈদ করতে সিলেট আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামীকাল সোমবার দুপুরে তিনি বিমান যোগে সিলেট আসবেন। অর্থমন্ত্রীর একান্ত সচিবস এস এম জাকারিয়া হক স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানা গেছে।অর্থমন্ত্রী ঈদের দিন সকাল সাড়ে ৮টায় সিলেট নগরীর শাহী ঈদগহে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবেন। পরে সকাল ১০টায় নগরীর হাফিজ কমপ্লেক্স-এ জেলা প্রশাসকের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরে সকাল ১১টায় সর্ব সাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
ওই দিন বিকাল ৫টায় সিলেট হাফিজ কমপ্লেক্সে সিলেট জেলা, মাহনগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
ঈদের পরদিন অর্থমন্ত্রী বিমান যোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন