ঈদের জামাত কোথায় কখন

10599
২৭ জুলাই ২০১৪ :: ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত সিলেটের বিভিন্ন ঈদগাহ ও মসজিদ। ইতোমধ্যে বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটি ঈদুল ফিতরের জামাতের সময়সূচি নির্ধারণ করেছে।সিলেটের নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতের আগে বয়ান করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুস্তাক খান এবং ঈদের জামাতের ঈমামতি করবেন ইমাম খতিব মাওলানা আব্দুল করিম।

দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গনে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আশজদ আহমদ।

টিলাগড় শাহ মাদানী ঈদগাহে সকাল সোয়া ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি বোরহান উদ্দিন কাশেমি এ জামাতে ইমামতি করবেন।

দরগাহে হযরত শাহ পরান (রহ.) মাজার ইদগাহে ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। দক্ষিণ গাছ হোসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা লুৎফুর রহমান জামাতে ইমামতি করবেন। –

Developed by: