এর আগে জাতিসংঘের শরণার্থী বিষয়ক দূত হিসেবে সিডর দুর্গতদের পরিদর্শন করতে বাংলাদেশে এসেছিলেন শাকিরা। এবার গানে গানে বাংলাদেশ মাতাতে আসছেন কলম্বিয়ান এই পপতারকা। তার আগেই ঢাকায় আসবে বিখ্যাত ব্যান্ড স্করপিয়ন্স শাকিরা ও স্করপিয়ন্সকে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনা করেছে অন্তর শোবিজ লিমিটেড। এ প্রসঙ্গে স্বপন চৌধুরী বলেন, ‘শাকিরার মতো বিখ্যাত তারকাকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করতে হলে ব্যাপক প্রস্তুতি দরকার। আমরা তাকে নিয়ে আসবো এটা নিশ্চিত। শাকিরাকে ঘিরে এ দেশের ইতিহাসে সবচেয়ে একটি বড় অনুষ্ঠান আয়োজন করতে চাই আমরা। তবে কবে, কখন, কোথায় কনসার্টটি হবে সে ব্যাপারে এখনও বলার সময় আসেনি।’
জানা গেছে, এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে শাকিরার বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, ২০১০ বিশ্বকাপ ফুটবলে ‘ওয়াকা ওয়াকা’ আর এ বছর ব্র্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের সমাপনীতে ‘লা লা লা’ গানটি গেয়ে গোটা দুনিয়া আলোড়ন তুলেছেন শাকিরা। ৩৭ বছর বয়সী