দক্ষিণ সুরমা উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকলে এলাকা তথা দেশের সার্বিক উন্নয়ন সম্ভব

11-02সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে আইন-শৃঙ্খলা। আইন-শৃঙ্খলা স্বাভাবিক থাকলে এলাকার উন্নয়নের পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের সমন্বয় সাধনের মাধ্যমে প্রতিটি এলাকার আইন-শৃঙ্খলা সহ সার্বিক উন্নয়ন সম্ভব। জবাবদিহিতার মানসিকতা নিয়ে কাজ করলে জনগণের আশা-আকাঙ্খা পূরণ করা যাবে। সরকারের সীমিত সম্পদ দিয়ে সমবন্টনের মাধ্যমে নাগরিক সুবিধা বৃদ্ধি করতে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল রোববার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহিদের সভাপতিত্বে সমন্বয় সভা, উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুর রহমান সরদারের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। পৃথক দুটি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. ইমাদ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা পান্না। বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিটির সদস্য দক্ষিণ সুরমা থানার ওসি মো. মুরসালিন, মোগলাবাজার থানার ওসি সফিকুল ইসলাম, হাজী ফারুক আহমদ, বীর মুক্তিযোদ্ধা হাজী সাইফুল আলম, রাজ্জাক হোসেন, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মো. মখন মিয়া, তেতলী ইউপি চেয়ারম্যান উসমান আলী, কুচাই ইউপি চেয়ারম্যান আবুল কালাম, সিলাম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক সুহেল, দাউদপুর ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম আলম, লালাবাজার ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি সয়লা মেম্বার, বরইকান্দি ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি মামুন আহমদ, কামাল বাজার ইউপি প্রশাসক চন্দন দত্ত, লতিফা-শফি চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, ফজলুর করিম হেলাল, সৈয়দ কুতুব জালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, হাজী আব্দুল মতিন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কমল কান্তি শাহ, উপজেলা প্রকৌশলী দূর্গেশ রঞ্জন দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সফিক উদ্দিন আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা আবাহন মজুমদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রতন লাল সাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সফিকুল ইসলাম সহ উপজেলা পরিষদের সকল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Developed by: