সিলেট ওসমানী বিমানবন্দরে তিন পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা স্বর্ণের ওজন প্রায় ৩৫০ গ্রাম(৩০ তোলা)। মূল্য আনুমানিক ১২ লাখ টাকা বলে সংশ্লিস্ট সূত্র জানিয়েছে।বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আব্দুল মুবিন জানান, শনিবার সকাল ১১টার দিকে দুবাই থেকে (বিজি-০৫২) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। ওই সময় বিশ্বনাথ উপজেলার ইসলামাবাদ গ্রামের কটু মিয়ার ছেলে রাজু মিয়ার লাগেজ স্ক্যানিং করে তিন পিস স্বর্ণ উদ্ধার করা হয়। পরে তারা তা জব্ধ করেন। তিনি বলেন, স্বর্ণ জব্ধ করা হলেও রাজু মিয়াকে আটক করা হয়নি। তিনি জানান, স্বর্ণগুলো বর্তমানে কাস্টমস গুদামে রাখা হয়েছে। পরে তা বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হবে।
তিনি বলেন, একজন যাত্রী সর্বোচ্চ ২০০ গ্রাম সোনা আনতে পারেন। কিন্তু অতিরিক্ত ৩৫০ গ্রাম স্বর্ণ বহনের দায়ে ওই যাত্রীকে কাস্টমসের নিয়ম অনুযায়ী অতিরিক্ত জরিমানা গুনতে হবে।
যা বহনকৃত অতিরিক্ত স্বর্ণের মুল্যের সমপরিমান। এ বিষয়ে কাস্টমস কমিশনার সিদ্ধান্ত দেবেন।
প্রসঙ্গত, এর আগে গত ২৩ আগস্ট দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে ৮ পিস স্বর্ণের বার, ১৭টি মোবাইল সেট ও বিপুল পরিমান মেমোরিকার্ড আটক করা হয়।

