জাতীয় কবি নজরুলের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ

27-01জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ৩৭ বছর আগে এই দিনে সাম্যের কবি, মানবতার কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুকে আলিঙ্গন করেন। বহুমুখি প্রতিভার অধিকারী কবি নজরুল বাংলা সাহিত্যে একটি উজ্জ্বল বিপ্লব সৃষ্টি করে গেছেন। চারদিকে আনাচার আর অত্যাচারের ভারত বর্ষের মানুষের জীবন যখন ওষ্ঠাগত প্রায়, তখন নজরুল এসেছিলেন, বিদ্রোহী বেশে একহাতে রণতুর্য অপর হাতে বাঁকা বাঁশের বাশরী নিয়ে। যেখানেই মানবতা, মানুষ লাঞ্ছিত হয়েছে, সেখানেই তাঁর সৃষ্টিশীলতা জেগে উঠেছে। প্রতিবাদ করেছেন তীব্র এবং প্রবলভাবে। নজরুলকে তাই ‘বিদ্রোহী কবি’ বলা হয়েছে। তার অমর সাহিত্য আমাদের জাতীয় প্রেরণায় উৎস হয়ে আছে। তাঁর বিপ্লবী কবিতা ও গান মুক্তিকামী মানুষকে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলো। নিগুঢ় প্রেমের এই কবির মৃত্যুদিবস উপলক্ষে সারা দেশের মত সিলেটেও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচী গ্রহণ করেছে।

জাতীয় কবি নজরুলের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ
Share

স্টাফ রিপোর্টার : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ৩৭ বছর আগে এই দিনে সাম্যের কবি, মানবতার কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুকে আলিঙ্গন করেন। বহুমুখি প্রতিভার অধিকারী কবি নজরুল বাংলা সাহিত্যে একটি উজ্জ্বল বিপ্লব সৃষ্টি করে গেছেন। চারদিকে আনাচার আর অত্যাচারের ভারত বর্ষের মানুষের জীবন যখন ওষ্ঠাগত প্রায়, তখন নজরুল এসেছিলেন, বিদ্রোহী বেশে একহাতে রণতুর্য অপর হাতে বাঁকা বাঁশের বাশরী নিয়ে। যেখানেই মানবতা, মানুষ লাঞ্ছিত হয়েছে, সেখানেই তাঁর সৃষ্টিশীলতা জেগে উঠেছে। প্রতিবাদ করেছেন তীব্র এবং প্রবলভাবে। নজরুলকে তাই ‘বিদ্রোহী কবি’ বলা হয়েছে। তার অমর সাহিত্য আমাদের জাতীয় প্রেরণায় উৎস হয়ে আছে। তাঁর বিপ্লবী কবিতা ও গান মুক্তিকামী মানুষকে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলো। নিগুঢ় প্রেমের এই কবির মৃত্যুদিবস উপলক্ষে সারা দেশের মত সিলেটেও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচী গ্রহণ করেছে।

Developed by: