তৃণমূল নারীর ক্ষমতায়ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়ে যেতে হবে..এড. কেয়া চৌধুরী

SAM_4755-300x139বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সাধারণ সম্পাদক, সিলেট ও হবিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, তৃণমূল নারীদের অবহেলিত রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছেন। তার নেতৃত্বে বর্তমান সরকার তৃণমূল নারীদের ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর এই মিশনকে বাস্তবায়নে আমি তৃণমূল পর্যায়ে কাজ করছি। তৃণমূল নারীদের ক্ষমতায়তনের জন্য তাদের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করতে হবে। আমার সেই ইচ্ছা শক্তি তুলে ধরতে আজকের তৃণমূল নারী উদ্যোক্তা সহ আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নারী নেতৃবৃন্দকে নিয়ে এই মতবিনিময় করছি। এর মাধ্যমে তৃণমূল নারীর ক্ষমতায়ন শুধু শহরে সীমাবদ্ধ থাকবে না, পর্যায়ক্রমে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নারী উদ্যোক্তাদের কার্যক্রমকে পৌঁছাতে হবে। প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে নারীর ক্ষমতায়নের জন্য সংরক্ষিত মহিলা এমপিদের কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি সিলেটে তৃণমূল নারীর ক্ষমতায়ন প্রকল্পের জন্য দেড় লক্ষ টাকা বরাদ্দ, একটি ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠা ও জাতীয় মহিলা সংস্থার ট্রেড বৃদ্ধি, ট্রেনিং সেন্টারের উন্নয়ন, একটি নিজস্ব ভবন নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেরক্ষ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। তিনি আজ ২৭ আগস্ট বুধবার সকালে সিলেট সার্কিট হাউজে তৃণমুল নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেজিয়া বেগম, জাতীয় মহিলা সংস্থা সিলেট এর সভানেত্রী ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা রুবি ফাতেমা ইসলাম, মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সালমা বাছিত, মহিলা আওয়ামীলীগ নেত্রী আছমা কামরান, শামসুন্নাহার মিনু, সাংবাদিক হাসিনা বেগম, মাধুরী গুণ, উন্নয়নকর্মী ও নারী উদ্যোক্তা ইন্দ্রানী সেন শম্পা, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সিলেটের সভানেত্রী বিলকিস নূর, সহ-সভানেত্রী মারিয়ান চৌধুরী, উন্নয়ন সংস্থা আয়া’র নির্বাহী প্রধান অনিতা দাস গুপ্ত, শামসুন্নাহার, উইমেন্স বিজনেস ফোরামের সভানেত্রী স্বর্ণালতা রায়, সাধারণ সম্পাদিকা রুনা বেগম, কাউন্সিলর শামীমা স্বাধীন, ক্ষমা রাণী দাস প্রমুখ। মতবিনিময় সভায় তৃণমূল নারী উদ্যোক্তা সহ প্রায় অর্ধশত নারীনেত্রী অংশ গ্রহণ করেন। সভায় সৈয়দা জেবুন্নেছা হককে প্রধান উপদেষ্টা, মারিয়ান চৌধুরীকে আহবায়িকা, রুবি ফাতেমা ইসলামকে সদস্য সচিব ও ইন্দ্রানী সেনকে কোষাধ্যÿ ও সাংগঠনিক সচিব নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট সিলেট নারীর ক্ষমতায়ন কমিটি গঠন করা হয়। এই কমিটি প্রতি মাসে সংগঠনের কার্যক্রম নিয়ে সভা আহবানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি

Developed by: