দুইবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ

4-7এবারের ঈদে ছোট-বড় দুই পর্দাতেই নজর কেড়েছেন দুইবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ। ঈদে তার অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছে। মোহাম্মদ হোসেন পরিচালিত ‘আই ডোন্ট কেয়ার’ নামের এ ছবিতে নিপুণের চরিত্রানুযায়ী পরিমিত অভিনয় আর নাচ-গানে গ্ল্যামারাস উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। ছবির আরেক নায়িকা ববির খোলামেলা এবং অভিব্যক্তিহীন অভিনয়ের পাশে নিপুণ ছিলেন নামের মতোই নিপুণ। পাশাপাশি […]

Developed by: